Rakhi Purnima: সাবধান! রাখি পূর্ণিমায় এই কাজগুলি কোনও ভাবেই করবেন না...

Rakhi Purnima Dos and Don'ts: এদিন অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকবেন না। ঘর পরিষ্কার রাখাও বাঞ্ছনীয়। স্নান সেরে কাচা জামা-কাপড় পরেই রাখি পরানো উচিত। যিনি রাখি পরবেন তিনি যেন উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসেন। ভুলেও যেন দক্ষিণ দিকে মুখ না করেন।

| Aug 28, 2023, 16:14 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাখি পূর্ণিমা বা রক্ষা বন্ধনের দিনে বোনেরা ভাইয়ের হাতে রাখি বেঁধে তাঁদের মঙ্গল কামনা করেন, দীর্ঘায়ু কামনা করেন। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়। তবে এ বছর শ্রাবণ মাসে রাখি পড়েনি। এটা ভাদ্র চলছে। তাই রাখি নিয়ে একটু বিভ্রান্তি তৈরি রয়েছে। ৩০ অগস্ট না ৩১ অগস্ট-- কবে রাখি পূর্ণিমা পালন করা উচিত, প্রশ্ন জেগেছে তা নিয়ে।

1/6

ভাদ্রকালে নয়

তবে যেদিনই রাখি পালন করুন কোনও ভাবেই এদিন এই কাজগুলি করবেন না: যেমন, ভাদ্রকালে বা গ্রহণের সময়ে রাখি পরাবেন না। এটা অত্যন্ত অশুভ মনে করা হয়।

2/6

সর্বদা ডান হাতে

এমন রাখি কিনতেই চেষ্টা করবেন যাতে ওঁ বা স্বস্তিক চিহ্ন আছে। এগুলি পবিত্র চিহ্ন। অশুভ কিছু চিহ্ন যেন না থাকে। এবং রাখি সর্বদা ডান হাতে পরাবেন।

3/6

শুদ্ধাচারে

এদিন কেউই অপরিষ্কার-অপরিচ্ছন্ন থাকবেন না। ঘর পরিষ্কার রাখা বাঞ্ছনীয়। স্নান সেরে কাচা জামা-কাপড় পরেই রাখি পরানো এবং পরা উচিত।

4/6

কোন দিকে মুখ?

যিনি রাখি পরবেন তিনি যেন উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসেন। ভুলেও যেন দক্ষিণ দিকে মুখ না করেন।  

5/6

ঈশ্বরের কাছে মঙ্গল কামনা

রাখি পরানোর আগে বা পরানোর সময়ে অবশ্যই ঈশ্বরের কাছে ভাইয়ের জন্য মঙ্গল কামনা করবেন।

6/6

ধন্দ?

কেন এ বছর রাখি পূর্ণিমা নিয়ে ধন্দ তৈরি হয়েছে? আসলে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতেই এই উৎসব বরাবর পালিত হয়। তবে এ বছর শ্রাবণ মাসে রাখি পড়েনি। এটা ভাদ্র চলছে। তাই রাখি নিয়ে একটু বিভ্রান্তি তৈরি রয়েছে। পঞ্জিকামতে, এ বছর রাখি বাঁধার শুভ সময় ৩০ অগস্ট সকাল ৯টা থেকে বেলা ১টা। আবার ৩১ অগস্ট সূর্যোদয় থেকে সকাল ০৭.০৫ মিনিট পর্যন্ত।