নিজস্ব প্রতিবেদন : ভালো-মন্দ কত কিছুই তো ঘটে অহরহ। মজার স্মৃতি, ভয়ের স্মৃতি কত কিছুই তো বন্ধক পড়ে মনের সিন্দুকে। কিন্তু ভয়ের স্মৃতিগুলো যেন একটু বেশি-ই গেঁথে যায় মনের গভীরে। বার বার খালি ফিরে আসে মনে করতে না চাওয়া ভয়ের সেই স্মৃতিগুলো। কিন্ত কেন? এবার মিলল উত্তর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উত্তর দিলেন বিজ্ঞানীরা। তাঁরা বলছেন, গবেষণা ও সমীক্ষায় দেখা গিয়েছে যে, আমাদের মস্তিষ্কের মধ্যে আবেগপ্রবণ একটা কেন্দ্র আছে। যার নাম অ্যামিগডালা। সেখানেই তৈরি হয় ভয়ের স্মৃতিগুলো। এই স্মৃতি তৈরির একটা প্রক্রিয়াও আছে। গবেষণা বলছে, মস্তিষ্কের অ্যামিগডালায় যে ওয়েভের তৈরি হয়, সেটা সর্বক্ষণই পরিবর্তনশীল। সেটার প্রবণতা সবসময়ই স্থিতিশীল অবস্থা থেকে উত্তেজিত হয়ে ওঠা।


আর সেক্ষেত্রে ভয়ের স্মৃতিগুলো মনে দাগ কেটে যায় বেশি। আর মনেও পড়ে বেশি। এমনকি খুঁটিনাটি সহ তা খুব বিস্তারিতভাবে মনে পড়ে।


আরও পড়ুন, Viral Video: বুড়ো হাড়ে ভেলকি! হর কি পাউরি সেতু থেকে গঙ্গায় সত্তরের বৃদ্ধার ডুবকি


Wax Statue: উপহার মৃত বাবার মোম-মূর্তি, বিয়ের আসরে কেঁদে আকুল কনে! মনকেমন ভিডিও...


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)