নিজস্ব প্রতিবেদন: গোঁফ দিয়ে যায় চেনা! নাহ্! এক্ষেত্রে নখ দিয়ে যায় চেনা। তবে অচিরেই আর চেনা যাবে কি তাঁকে? তিনি আয়ানা উইলিয়ামস নামের তরুণী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আয়ানা উইলিয়ামস (Ayanna Williams) গিনেস বুকে নিজের নাম তুলে ফেলেছিলেন কয়েকবছর আগেই। কেননা তিনি ছিলেন পৃথিবীর দীর্ঘতম নখের (nail) অধিকারিণী (Guinness World Records)! ক্রমে নেই নখ আরও বেড়েছে। কিন্তু অবশেষে তিনি কেটেই ফেললেন ঐতিহাসিক সেই নখ। 


আরও পড়ুন: মিথেন নিঃসরণে বিশ্বে শীর্ষে Bangladesh, সিঁদুরে মেঘ দেখছেন বিজ্ঞানীরা


২০১৭ সালে Ayanna Williams-এর হাতের নখের দৈর্ঘ্য ছিল ১৯ ফুট। এই কয়েক বছরে তা বেড়ে হয়েছিল ২৪ ফুট। কিন্তু দীর্ঘতম সেই fingernails তিনি US-এর Texas শহরের  Trinity Vista Dermatology-তে অবশেষে কেটেই ফেললেন। এক ধরনের electric rotary tool দিয়ে এই নখ কাটা হল। তিরিশ বছরে এই প্রথম নখ কাটতে গিয়ে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন Ayanna। সেই ১৯৯০ সাল থেকে তিনি নখ রাখছেন। 


নখ কেটে তিনি বলেছেন, নখ থাকুক বা না থাকুক, আমি রানিই থাকব! তাঁর নখ কাটার ভিডিয়োটি ভাইরালও হয়েছে। 


আরও পড়ুন: দেশের অর্থনীতি এখন সব চেয়ে খারাপ অবস্থায়, স্বীকার কিমের