রিমুভার খুঁজে পাচ্ছেন না? রইল নেল পলিশ তোলার ৪টি দুর্দান্ত বিকল্প

জেনে নিন এমন ৪টি অব্যর্থ বিকল্প উপায় যেগুলি কাজে লাগিয়ে সহজেই তুলে ফেলতে পারবেন নেল পলিশ...

Updated By: Jun 2, 2019, 02:24 PM IST
রিমুভার খুঁজে পাচ্ছেন না? রইল নেল পলিশ তোলার ৪টি দুর্দান্ত বিকল্প
—প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন: নেল পলিশ তুলবেন ভাবলেন, কিন্তু কিছুতেই রিমুভার খুঁজে পাচ্ছেন না। এমন কিন্তু অনেক সময়েই হয়। তখন পোশাকের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে নেশ পলিশ পরতে গিয়েই বিপদে পড়তে হয়। তাহলে কী করবেন? আগে থেকে বেছে রাখা পছন্দের পোশাকটাই বদলে ফেলবেন? মোটেই নয়। জেনে নিন এমন ৪টি অব্যর্থ বিকল্প উপায় যেগুলি কাজে লাগিয়ে সহজেই তুলে ফেলতে পারবেন নেল পলিশ...

নেল পলিশ তোলার বিকল্প উপায়:

১) হাতের কাছে হ্যান্ড স্যানিটাইজার থাকলে সেটিকে নেল পলিশ তুলতে কাজে লাগাতে পারেন। অসময়ে ‘মুশকিল আসান’ হয়ে যাবে।

২) পারফিউম, ডিওডরেন্ট বা বডি স্প্রে আঙুলে স্প্রে করে তুলো দিয়ে ঘষে নিন। তুলোয় স্প্রে করে নখের উপর ঘষলেও মিনিট পাঁচেকের মধ্যেই উঠে যাবে নেল পলিশের রং।

৩) উষ্ণ জলে কিছু ক্ষণ হাত ডুবিয়ে রেখে পাতিলেবুর রস আর সাদা ভিনিগার একসঙ্গে মিশিয়ে তুলোর সাহায্যে নখের উপর ঘষলে অল্প সময়ের মধ্যেই উঠে যাবে নেল পলিশের রং।

আরও পড়ুন: যৌনতার বিষয়ে এই প্রশ্নগুলি Google-এ সবচেয়ে বেশি জানতে চাওয়া হয়

৪) হাতের কাছে টুথপেস্ট থাকলে সেটিও নেল পলিশ রিমুভার হিসাবে ব্যবহার করতে পারেন। ব্রাশে পেস্ট লাগিয়ে মিনিট পাঁচেক নখের উপর ঘষলেই উঠে যাবে নেল পলিশের রং।

.