জানেন বিশ্বের বেশি মানুষ কোন পশুকে পছন্দ এবং কোন পশুকে অপছন্দ করেন?
আপনি কি খুবই পশু-পাখি পছন্দ করেন? আপনার বাড়িতেও রয়েছে কোনও বিশেষ পোষ্য? তা কোন পশু বা পাখি সবথেকে বেশি প্রিয় আপনার? একেবারেই অপছন্দ করেনই বা কোন পশু-পাখি? আচ্ছা, আপনারটা আপনি ভাবতে থাকুন। তার আগে বরং আপনাকেই জিজ্ঞেস করে নিই, জানেন কি বিশ্বের বেশি সংখ্যক মানুষ কোন পশু বা পাখিকে পছন্দ করেন?
ওয়েব ডেস্ক: আপনি কি খুবই পশু-পাখি পছন্দ করেন? আপনার বাড়িতেও রয়েছে কোনও বিশেষ পোষ্য? তা কোন পশু বা পাখি সবথেকে বেশি প্রিয় আপনার? একেবারেই অপছন্দ করেনই বা কোন পশু-পাখি? আচ্ছা, আপনারটা আপনি ভাবতে থাকুন। তার আগে বরং আপনাকেই জিজ্ঞেস করে নিই, জানেন কি বিশ্বের বেশি সংখ্যক মানুষ কোন পশু বা পাখিকে পছন্দ করেন?
আরও পড়ুন জানেন সাধুরা গায়ে ছাই মাখেন কেন?
এই বিষয়ের উপর সমীক্ষা চালিয়েছিল অ্যানিম্যাল প্ল্যানেট টেলিভিশন চ্যানেলটি। বিশ্বের নানা প্রান্তের প্রায় ৫০ হাজারেরও বেশি মানুষের থেকে তাঁরা জানতে চান পছন্দের পশু এবং অপছন্দের পশুর কথা। সেই অনুযায়ী সমীক্ষার ফল হল, বিশ্বের বেশিরভাগ মানুষের সবথেকে পছন্দের দুই পশু বা প্রাণী হল, বাঘ এবং কুকুর। আর বিশ্বের বেশি সংখ্যক মানুষ পছন্দ করেন না ওরাং ওটাং এবং তিমি মাছকে। কি আপনার পছন্দ এবং অপছন্দের সঙ্গে মিলে গেল নাকি?