জানেন সাধুরা গায়ে ছাই মাখেন কেন?
গঙ্গাসাগর মেলা শুরু হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। গত কয়েকদিনে প্রত্যেকবারের মতোই এবারও সাধুরা এসে ভিড় জমিয়েছেন বাবুঘাট চত্বরে। কয়েকটা দিন কাটিয়ে তাঁরা পাড়ি দেবেন গঙ্গাসাগরের মেলার উদ্দেশ্যে। এই মেলার জন্য প্রচুর নাগাসাধুরও আবির্ভাব হয় এখানে। অবশ্য শুধু এখানেই বা কেন, যেকোনও তীর্থস্থানেই দেখা যায় সাধুদের ভিড়। আর সাধুদের গায়ে তেমন কিছু না থাকলেও ছাই দেখতে পাবেন।
|
Updated By: Jan 10, 2017, 01:02 PM IST
