নিজস্ব প্রতিবেদন: তামিলনাড়ুতে ভোটগ্রহণের মুখে আয়কর হানায় প্রকাশ্যে এল চমকে ওঠার মতো তথ্য। আম্মা ডিএমকে-র বিদ্রোহী নেতা টিটিভি দিনাকরণের ঘনিষ্ঠের বাড়ি থেকে আয়কর হানায় উদ্ধার হল ভোটারদের বিলি করার জন্য খামে ভরে রাখা টাকা। মোট ১.৪৮ কোটি নগদ উদ্ধার করেছেন আয়কর কর্মীরা। আন্দিপাত্তি থেকে উদ্ধার হয়েছে এই টাকা। আগামিকাল দ্বিতীয় দফার ভোটগ্রহণে লোকসভার সঙ্গে বিধানসভা নির্বাচনেরও ভোটগ্রহণও হবে ওই কেন্দ্রে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে, মোট ৯৪টি প্যাকেট উদ্ধার করেছে তারা। খামের ওপর লেখা ছিল ওয়ার্ডের নাম ও সেই ওয়ার্ডের ভোটার সংখ্যা। ভোটারপিছু ৩০০ টাকা করে বিলি করা যাবে এমন হিসাব করে খামে ভরা ছিল টাকা। 


দক্ষিণ ভারতে ভোটের জন্য টাকা বিলি নতুন কিছু নয়। এদিনের তল্লাশির সময় আয়কর আধিকারিকদের রোখার চেষ্টা করেন দিনাকরণের চ্যালাচামুণ্ডারা। তাদের রুখতে আকাশে গুলি চালায় পুলিস। রাতভর তল্লাশির পর ভোরে আয়কর দফতরের তরফে জানানো হয়, 'তল্লাশির খবর সিবিডিটি ও নির্বাচন কমিশনকে পাঠানো হয়েছে।' 


ভোটের আগে পাথরপ্রতিমায় সিপিএম নেতা খুনে অভিযুক্ত তৃণমূল, দেহ নিয়ে থানায় বিক্ষোভ


বলে রাখি, ভোটারদের টাকা বিলির অভিযোগে তামিলনাড়ুর ভেলোর কেন্দ্রের ভোটগ্রহণ পিছিয়ে দিয়েছে কমিশন। সেখানে এক ডিএমকে নেতার গুদাম থেকে প্রচুর নগদ উদ্ধার করে কমিশন।