ওয়েব ডেস্ক: বিএসএফের গুলিতে আহত হলেন এক বাংলাদেশি। উত্তর দিনাজপুরে চৈনগর বর্ডার আউট পোস্টের কাছের ঘটনা। বিএসএফ সূত্রে খবর, নিষিদ্ধ কাফ সিরাপের বোতলভর্তি ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করছিল ওই যুবক। বারবার সতর্ক করা সত্ত্বেও না দাঁড়ানোয় তাকে গুলি করা হয়। পরে তাকে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যুবকের নাম মহম্মদ রুস্তম আলি। যদিও রুস্তমের দাবি, কাফ সিরাপ নিয়ে পালাচ্ছিল কালু নামে এক বাংলাদেশী। বিএসএফ তাকে লক্ষ করেই গুলি চালায়। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার গায়ে লেগেছে।


এদিকে, সীমান্তে ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের। পুঞ্চের বালাকোটে ভারতীয় পোস্ট লক্ষ করে গুলি চালায় পাক রেঞ্জার্স। গুলির জবাব গোলায় দিয়েছে ভারত। এখনও দুই তরফে হতাহতের কোনও খবর মেলেনি। (আরও পড়ুন- অমরনাথ তীর্থযাত্রীদের বাস খাদে পড়ে মৃত্যু হল অন্তত ১৬ জনের)