নিজস্ব প্রতিবেদন:  মহারাষ্ট্র পুলিসের সঙ্গে সংঘর্ষে নিকেশ ১৩ মাওবাদী। পুলিসে সূত্রে জানানো হয়েছে, গড়চিরৌলির এটাপল্লি জঙ্গলে মাওবাদীদের গোপন ঘাঁটির কথা জানা মাত্রই অভিযান চালানো হয়। খবর পেয়ে শুক্রবার সাত সকালে ঘটনাস্থলে পৌঁছয় মহারাষ্ট্র পুলিসের সি-৬০ ইউনিটের জওয়ানরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 এটাপল্লির জঙ্গলে ঢুকতেই জওয়ানদের লক্ষ্যে করে শুরু হয় গুলি বৃষ্টি। পাল্টা গুলি চালায় মাওাবাদীরা। দীর্ঘ বেশ কিছুক্ষণ চলে লড়াই। 


 



গড়চিরৌলি পুলিসের ডিআইজি সন্দীপ পাটিল জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ১৩ মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে। তবে এলাকায় আরও বেশ কয়েকজন মাওবাদী থাকার সম্ভাবনা রয়েছে। খোঁজ চালাচ্ছে পুলিস।  এর আগেও গত ২৯ মার্চ গড়চিরৌলিতেই মাওবাদীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের গুলির সংঘর্ষ হয়। তাতে ২ মহিলা-সহ ৫ মাওবাদী নিহত হয় বলে জানা গিয়েছিল। সেই সময়  প্রেসার কুকার বোমা থেকে শুরু করে শয়ে শয়ে কার্তুজ, ম্যাগাজিন সহ বেশই কিছু নথি এবং বই উদ্ধার করেছিল পুলিস।