Cyclone: পুজোয় ফের দুর্যোগ! বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়

Sep 29, 2024, 19:16 PM IST
1/5

পুজোয় আবহাওয়া বিগড়ে যাওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। এমনকি তৈরি হতে পারে ঘূর্ণিঝড়ও। সেই আশঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশে।

2/5

এমনই এক আশঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্বিবদ্যালয়ের এক গবেষক।  সোশ্যাল মিডিয়ায় তিনি তাঁর আশঙ্কার কথা জানিয়েছেন।

3/5

মোস্তাফা কামাল নামে ওই গবেষক তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, অক্টোবর মাসের ১৫-২৫ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘুর্নিঝড় সৃষ্টির আশঙ্কার কথা বলছে আমেরিকার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম (জিএফএস)।

4/5

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়টি সৃষ্টি হবে কিনা, তা নিশ্চিত হওয়ার জন্য অক্টোবর মাসের ৫ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

5/5

উল্লেখ্য, ২০২২ সালের অক্টোবর মাসে ঘূর্ণিঝড় সিতরাং (২২ থেকে ২৫ তারিখ) এবং ২০২৩ সালের অক্টোবর মাসে ঘূর্ণিঝড় হামুন (২১ থেকে ২৫ তারিখ) সৃষ্টি হয়েছিল। এই দুটি ঘূর্ণিঝড়ই সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত করেছিল। ঘূর্ণিঝড় সিতরাং খুলনা ও বরিশাল উপকূলে এবং ঘূর্ণিঝড় হামুন চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপর দিয়ে বাংলাদেশে আঘাত করে। ফলে এবারও একটা আশঙ্কা থেকেই যায়।