CAA লাগু হওয়ার প্রথম, ১৪ জনকে নাগরিকত্ব দিল কেন্দ্র!
তখনও নির্ঘণ্ট ঘোষণা হয়নি। চলতি বছরে লোকসভা ভোটে মুখে দেশজুড়ে লাগু হয় CAA। কবে? বিজ্ঞপ্তি জারি করা হয় ১১ মার্চ। যাঁরা এদেশে নাগরিকত্ব হতে চান, তাঁদের জন্য অনলাইনে আবেদন করার ব্যবস্থা করেছে কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, আজ বুধবার প্রথম যে ১৪ জনকে নাগরিকত্বের শংসাপত্র দেওয়া হল, তাঁরা আবেদন করেছিলেন অনলাইনে।
রাজীব চক্রবর্তী: দেশে CAA লাগু হওয়ার পর এই প্রথম। ১৪ জনকে নাগরিকত্বের শংসাপত্র দিল কেন্দ্র। তাঁরা সকলেই দিল্লির বাসিন্দারা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে তেমনই খবর।
আরও পড়ুন: PM Narendra Modi: হিন্দু-মুসলিম রাজনীতি নিয়ে মুখ খুললেন মোদী, কী বললেন প্রধানমন্ত্রী?
সময় লাগল ৪ বছর। ২০১৯ সালের ডিসেম্বর সাংসদে পাশ হয়েছিল সংশোধিত নাগরিকত্ব বিল (CAA)। রাষ্ট্রপতি অনুমোদন করার পর সেই বিল পরিণত হয় আইনে। ২০২০ সালে আইন কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কিন্তু ততদিনে দেশে করোনা সংক্রমণ ছড়াতে শুরু করেছে। এরপর সাতবার বিধি তৈরির মেয়াদ বাড়ানো হয়।
তখনও নির্ঘণ্ট ঘোষণা হয়নি। চলতি বছরে লোকসভা ভোটে মুখে দেশজুড়ে লাগু হয় CAA। কবে? বিজ্ঞপ্তি জারি করা হয় ১১ মার্চ। যাঁরা এদেশে নাগরিকত্ব হতে চান, তাঁদের জন্য অনলাইনে আবেদন করার ব্যবস্থা করেছে কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, আজ বুধবার প্রথম যে ১৪ জনকে নাগরিকত্বের শংসাপত্র দেওয়া হল, তাঁরা আবেদন করেছিলেন অনলাইনে।
আরও পড়ুন: Lok Sabha Election 2024: ৪৩৫-এ ১০৬! দেশজুড়ে বিজেপির ২৫% প্রার্থীই এবার 'দলবদলু'...
আইনে ঠিক বলা হয়েছে? কারা নাগরিকত্বের জন্য় আবেদন করতে পারবেন? এদেশের বসবাসকারী মুসলিমদেরই-বা কী হবে? নাগরিকত্ব আইনে ৬ নম্বর ধারা উল্লেখ করে বিবৃতি দিয়েছে কেন্দ্র। বিবৃতিতে উল্লেখ, 'বিশ্বের যেকোনও প্রান্তের মুসলিম নাগরিকত্বের আবেদন করতে পারে। এমনকী, নির্দিষ্ট ৩ দেশের মুসলিমরাও আবেদন করতে পারেন। সিএএ-তে কোনও ব্যক্তিকে ফেরত পাঠানোর সংস্থান নেই'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
এদিকে CAA লাগু হওয়ার পর, কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান মমতা। উত্তর ২৪ পরগনার হাবড়ায় জনসভায় তিনি বলেন, 'ভোটের আগে ছলনা, বঞ্চনা, নাগরিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। যে সিএএ বিজ্ঞপ্তি গতকাল প্রকাশ করা হয়েছে তার আদৌ কোনও বৈধতা রয়েছে কিনা তাতে আমার সন্দেহ রয়েছে'।