ওয়েব ডেস্ক: বাতিল টাকার সমস্যা থেকে ধর্ষণের অভিযোগ উঠল। উত্তরপ্রদেশের বাদাউনে এক ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল। 'ধর্ষক' নিজেও নাবালক। বাতিল ৫০০ টাকার নোট ওই কিশোরীর বাবা নিতে অস্বীকার শাস্তি হিসেবেই ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- মনে রাখুন, বাতিল ৫০০ ও ১০০০ নোট ইস্যুতে আজই কিন্তু শেষদিন


গোবরের ঘুঁটে বিক্রি করে ওদের সংসার চলে। বাতিল টাকার এই বাজারে ওদের খুব অসুবিধা। কিন্তু এই কারণে এত বড় ক্ষতি হয়ে যাবে তা ভাবা যায়নি। ঘুঁটে বিক্রি করার পর তিন ব্যক্তি ওই কিশোরীর বাবাকে বাতিল ৫০০ টাকার নোট দেয়। সেই টাকা নিতে অস্বীকার করে কিশোরীর বাবা। এরপরই খুব ঝগড়া শুরু হয়ে যায়। গ্রামবাসীরা এসে ঝামেলা মেটায়। তবে যাওয়ার এক তিন ব্যক্তি হুমকি দিয়ে যায় বড় ক্ষতি করে দেবে। সেই ক্ষতিটা যে এভাবে তা বোঝা যায়নি।


নবম শ্রেণীতে পড়াশোনা করা সেই কিশোরীকে বাড়ির সকলের অনুপস্থিতির সুযোগ নিয়ে ধানক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে ১৬ বছরের এক কিশোর।