ওয়েব ডেস্ক : সন্দেহভাজন ১৮ লাখ অ্যাকাউন্টকে চিহ্নিত করা হয়েছে। নোট বাতিলের পর থেকে যে অ্যাকাউন্টগুলিতে জমা পড়া টাকার পরিমাণ, অ্যাকাউন্ট হোল্ডারের আয়ের উত্সের সঙ্গে মিল নেই। আজ লোকসভায় একথা জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও বলেন, সন্দেহের তালিকায় থাকা এরকম অ্যাকাউন্ট হোল্ডারদের সম্পর্কে প্রাথমিক তথ্য যোগাড় করা হয়েছে। অনেকে প্রশ্নের উত্তর দিয়েছেন। অনেকে দেননি। যাঁদের কাছ থেকে টাকার উত্স সম্পর্কে সন্তোষজনক উত্তর মেলেনি, তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া শুরু হবে।  


একইসঙ্গে তিনি বলেন, ব্যাঙ্কিং পরিষেবাকে আরও ডিজিটাইলাইজড করার দিকে নজর দিচ্ছে কেন্দ্র। সেইসঙ্গে মাথায় রাখা হচ্ছে সুরক্ষা ব্যবস্থাও। সিস্টেম সুরক্ষিত রাখার জন্য বেশকিছু ক্ষেত্রে ফায়ারওয়াল এক্সপার্টও ভাড়া করেছে ব্যাঙ্কগুলি।


আরও পড়ুন,EPFO-র এই সিদ্ধান্তে উপকৃত হবেন ৫০ লাখেরও বেশি মানুষ!