ওয়েব ডেস্ক: এয়ার ইন্ডিয়ার কেটারিং ট্রলিতে পাওয়া গেল ২ কেজি মরফিন। বুধবার চেন্নাই থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান দিল্লি বিমান বন্দরে নামার পরই বিষয়টি বিমান কর্তৃপক্ষ থেকে জানানো হয়। কিন্তু কীভাবে ঘটল এমন ঘটনা?


জানা যাচ্ছে, এক 'কেটারিং সুপারভাইজার' বিষয়টি প্রথম নজর করেন। দিল্লিতে বিমান নামার পর নারকোটিকস বিভাগের অভিফারদেরও তলব করা হয় ব্যাপারটি তদন্ত করে দেখার জন্য। এরমধ্যে বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, শুধুমাত্র কর্মী এবং কেবিন ক্রু-দেরই কেটারিং ট্রলি স্পর্শ করার অধিকার রয়েছে। অর্থাত্ এর থেকে পরিষ্কার, কোনও যাত্রী এই ঘটনা ঘটায়নি। (আরও পড়ুন- যাত্রীদের 'খাওয়ার অযোগ্য' খাবার দেয় ভারতীয় রেল, রিপোর্ট CAG-এর)