`যৌন সঙ্গমে কাটবে দোষ`, ভণ্ড জ্যোতিষীর খপ্পর থেকে বাঁচলেন যুবতী
ওয়েব ডেস্ক: টেলিভিশনের পর্দায় প্রতিদিন বিজ্ঞাপন দেখতেন। বহু লোকের মুখে জ্যোতিষী রামকৃষ্ণের নামও শুনেছেন বহুবার। নিজে কখনই জ্যোতিষে বিশ্বাস করতেন না, তবে জীবনকে যে দিকে নিয়ে যেতে চেয়েছিলেন ঠিক তার উল্টো দিকেই বয়ে যাচ্ছিল বছর চব্বিশের যুবতীর। শিক্ষাগত যোগ্যতা বিসিএ গ্র্যাজুয়েট। দরজায় দরজায় ঘুরেও চাকরি মেলেনি। কোনও উপায় না পেয়ে ভাগ্যের পরিহাস মেনে নিয়ে জ্যোতিষী রামকৃষ্ণের স্মরণাপন্ন হন ওই যুবতী। প্রথমে মোটা অঙ্কের টাকার আবদার তারপর যুবতীকে যৌন সঙ্গম করার পরামর্শ। ভণ্ড জ্যোতিষী রামকৃষ্ণকে অবশেষে গ্রেফতার করে পুলিস। আরও পড়ুন- ভিক্ষার টাকা জমিয়ে ১ লাখ ২০ হাজার টাকা দান করে দিলেন পচাত্তর বছরের বৃদ্ধ
'ভাগ্য দোষ' কাটাতে রামকৃষ্ণ জ্যোতিষী ফি চেয়েছিলেন ১৫,০০০ টাকা। 'অত টাকা নেই', যুবতীর কাছ থেকে এই উত্তর পেয়ে অর্ধেক টাকায় 'ভাগ্য দোষ' কাটাতে রাজি হন ভণ্ড জ্যোতিষী। প্রথমে অর্ধেক টাকায় 'ওষুধ', কাজ হলে বাকি টাকা। তাতেই রাজি যুবতীও। দিন যায়, জ্যোতিষের 'ওষুধে' কাজ হয় না। টাকা ফেরত চান যুবতী। বেগতিক দেখে রামকৃষ্ণ জ্যোতিষী বলেন পরিবারের লোক তার ওপর 'কালা যাদু' করেছেন। এতে আরও চটেন যুবতী। শেষে কোনও উপায় না দেখে রামকৃষ্ণ জ্যোতিষী যুবতীকে যৌন সঙ্গমের প্রস্তাব দেন। 'শুলেই সব দোষ কাটবে', এই কথা শোনার পরই সম্বিত ফেরে যুবতীর। ভণ্ড লোকের খপ্পরে পড়েছেন এটা বুঝতে পেরেই পুলিসের দ্বারস্থ হন যুবতী। ঘটনায় তড়িঘড়ি তদন্ত শুরু করে পুলিস। শেষ পর্যন্ত ফেডারেশন অব ইন্ডিয়ান রেশনালিস্ট অ্যাসোসিয়েশনের স্টিং অপারেশনে ধরা পড়ে যায় ওই ভণ্ড জ্যোতিষী।