নিজস্ব প্রতিবেদন:  পুজোর আজে সুখবর। আপাতত ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে। সংযুক্তিকরণের প্রতিবাদে দেশজুড়ে ২৬ এবং ২৭ সেপ্টেম্বর দুদিনের ব্যাঙ্ক ধর্মঘট হওয়ার কথা ছিল। অর্থসচিবের সঙ্গে বৈঠকের পর আপাতত স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



ব্যাঙ্ক সংযুক্তিকরণ-কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে দেশব্যাপী দুদিনের ব্যাঙ্ক ধর্মঘট ডাক দেয় চারটি ব্যাঙ্ক সংগঠন। ২৬ এবং ২৭ সেপ্টেম্বর দেশব্যাপী সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়। কিন্তু সোমবার ওই চারটি ব্যাঙ্ক সংগঠন অর্থ সচিব রাজীব কুমারের সঙ্গে বৈঠকের পর ব্যাঙ্ক ধর্মধট স্থগিতের সিদ্ধান্ত নেয়। ব্যাঙ্ক সংযুক্তিকরণে উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি গড়া হবে। কর্মীদের বাকি দাবিদাওয়া নিয়েও বিবেচনার আশ্বাস মিলেছে। জানাল অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন।


আরও পড়ুন - ২০২১ সালের জনগণনায় ব্যবহার করা হবে মোবাইল অ্যাপ, ঘোষণা অমিত শাহর