নিজস্ব প্রতিবেদন: সোমবার পুলওয়ামায় জঙ্গি হামলার পর মঙ্গলবার সকাল থেকেই উত্তপ্ত জম্মু ও কাশ্মীর সীমান্তের অনন্তনাগ। আজ সকাল থেকেই অনন্তনাগে দফায় দফায় সেনা আর জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে খতম হয়েছে ৩ জঙ্গি। জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন এক সেনা জওয়ানও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, এলাকায় এখনও জঙ্গি লুকিয়ে রয়েছে। জঙ্গির খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে সেনা বাহিনী।


আরও পড়ুন: ‘ক’টা উইকেট পড়েছে?’ শিশুমৃত্যু নিয়ে সাংবাদিক বৈঠকে এ কী প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীর?


সোমবার পুলওয়ামায় সিআপিএফ-এর গাড়ি লক্ষ্য করে আইডি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এই বিস্ফোরণে আহত হন ৬ সেনা-সহ দু’জন সাধারণ মানুষ। একই দিনে অনন্তনাগে জঙ্গিদের গুলিতে প্রাণ হারান সেনা বাহিনীর মেজর কেতন শর্মা। সোমবার পুলওয়ামায় আইডি বিস্ফোরণের পিছনে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের যোগ রয়েছে বলে মনে করছে স্থানীয় প্রশাসন। অনন্তনাগে নিকেশ হওয়া জঙ্গিরাও জইশ-ই-মহম্মদের সদস্য বলে মনে করা হচ্ছে।