জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাশ্মীর আছে কাশ্মীরেই! জম্মু কাশ্মীরের পুঞ্চে সেনাবাহিনীর ট্রাকের উপর ঘটল জঙ্গি হামলা। জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর চলছে গুলির লড়াই। ইতিমধ্যেই চারজন সেনা জওয়ান নিহত হয়েছেন এবং আহত আরও ৩ সেনা। রাজৌরির পুঞ্চ এলাকার ডেরা কি গলি দিয়ে আজ বিকেল ২.৪৫ নাগাদ সেনার দুটি গাড়িতে হামলা চালায় জঙ্গিরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Gujrat: মাঝ রাস্তায় রোড সেফটি ইনফ্লুয়েন্সার পীযূষ ধানানিকে বেধড়ক মারধর!


তবে ডিকেজি এলাকা নামে পরিচিত ডেরা কি গলি ও তার আশপাশে বৃহস্পতিবার রাত থেকেই অভিযান চালাচ্ছিল সেনাবাহিনী। এখনও গুলির লড়াই চলছে। হার্ড ইন্টেলিজেন্সের সূত্র ধরে গতকাল রাতে ডিকেজির জেনারেল এলাকায় যৌথ অভিযান চালানো হয়। এক প্রতিরক্ষা মুখপাত্র বলেন, 'এদিন সন্ধ্যায় যোগাযোগ স্থাপন করা হয়েছে এবং এনকাউন্টার চলছে।' 


গত মাসে রাজৌরির কালাকোটে সেনা ও বিশেষ বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে দুই ক্যাপ্টেন-সহ পাঁচ সেনা নিহত হন। গত কয়েক বছর ধরে এই অঞ্চলটি সন্ত্রাসীদের ঘাঁটি এবং সেনাবাহিনীর ওপর বড় ধরনের হামলার স্থান হয়ে উঠেছে। চলতি বছরের এপ্রিল ও মে মাসে রাজৌরি-পুঞ্চ অঞ্চলে জোড়া হামলায় ১০ সেনা নিহত হন। ২০০৩ থেকে ২০২১ সালের মধ্যে এই অঞ্চলটি মূলত সন্ত্রাসবাদ মুক্ত ছিল, যার পরে ঘন ঘন সংঘর্ষ শুরু হয়েছিল। 



আরও পড়ন, Arvind Kejriwal: 'বেআইনি নোটিস পাঠাচ্ছে', মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জের মুখে ED


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)