Covid 19: চতুর্থ ঢেউয়ের চিন্তা বাড়িয়ে দেশে একদিনে নতুন সংক্রমণ ৩৩০৩, মৃত ৩৯
দেশে মোট টিকাকরণের সংখ্যা পেরিয়েছে ১৮৮.৪০ কোটি। এছাড়াও গত ২৪ ঘণ্টায় মোট ৪৯৭৬৬৯টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: ভারতে গত ২৪ ঘণ্টায় ৩৩০৩টি নতুন কোভিড সংক্রমণ রেকর্ড করা হয়েছে। এছাড়াও এই ২৪ ঘন্টায় ৩৯ জনের মৃত্যু হয়েছে বলেইও জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ মন্ত্রকের তরফে। দেশে মোট মৃতের সংখ্যা হয়েছে ৫২৩৬৯৩। বর্তমানে মোট সক্রিয় কেসের সংখ্যা ১৬৯৮০।
গত ২৪ ঘণ্টায় ৭০১টি সক্রিয় সংক্রমণ বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। এছাড়াও দেশে একদিনে মোট রগ্মুক্তি ঘটেছে ২৫৬৩ জনের। এর ফলে দেশে মোট আরোগ্যলাভের সংখ্যা হয়েছে ৪২৫২৮১২৬ জন।
দেশে মোট সংক্রমণের ০.০৪ শতাংশ হল সক্রিয় সংক্রমণ। এছাড়াও দেশে রোগমুক্তির হার ৯৮.৭৪ শতাংশ বলে জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক।
আরও পড়ুন: Hijab Row: এবার জম্মু-কাশ্মীরের স্কুলে হিজাব নিষিদ্ধ করল কর্তৃপক্ষ
দেশের প্রাত্যহিক সংক্রমণের হার ০.৬৬ শতাংশ এবং সাপ্তাহিক সংক্রমণের হার ০.৬১ শতাংশ।
দেশে মোট টিকাকরণের সংখ্যা পেরিয়েছে ১৮৮.৪০ কোটি। এছাড়াও গত ২৪ ঘণ্টায় মোট ৪৯৭৬৬৯টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।