Hijab Row: এবার জম্মু-কাশ্মীরের স্কুলে হিজাব নিষিদ্ধ করল কর্তৃপক্ষ
সেই নির্দেশিকা ঘিরে উপত্যকার রাজনৈতিক পারদ চড়ছে।
নিজস্ব প্রতিবেদন: এবার হিজাব ইস্য়ুতে (Hijab Row) উতপ্ত উপত্যকার রাজনীতি। শিক্ষিকারা হিজাব পরতে পারবেন না। এমনই নির্দেশিকা জারি করল জম্মু-কাশ্মীরের বারামুলার একটি স্কুল। সেই নির্দেশিকা ঘিরে উপত্যকার রাজনৈতিক পারদ চড়ছে।
জানা গিয়েছে, এই নির্দেশিকা জারি করেছে 'Dagger Parivar' নামের একটি স্কুল। পুনের একটি এনজিও এবং Chinar Corps Indian Army মিলে বিশেষ ভাবে সক্ষম শিশুদের জন্য স্কুলটি তৈরি চালায়। সেই স্কুল কর্তৃপক্ষই শিক্ষিকাদের উদ্দেশে এই নয়া নির্দেশিকা জারি করেছে। যেখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে, স্কুলের মধ্যে শিক্ষিকারা হিজাব (Hijab Row) পরতে পারবেন না।
কেন এই নির্দেশিকা?
স্কুল কর্তৃপক্ষের দাবি, শিশুদের মনের মধ্যে যাতে ভয়ের সঞ্চার না হয়, তারা যাতে কোনও সংশয়ে না থাকে এবং অনেক বেশি নিরাপদ অনুভব করে, সেজন্যই এই নির্দেশিকা দেওয়া হয়েছে। ঘটনার সমালোচনা করেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং উমর আবদুল্লা।
I condemn this letter issuing diktats on hijab. J&K may be ruled by BJP but its certainly not like any other state where they bulldoze the houses of minorities & not allow them the freedom to dress as they want. Our girls will not give up their right to choose. pic.twitter.com/GpqX8UWv5k
— Mehbooba Mufti (@MehboobaMufti) April 27, 2022