ওয়েব ডেস্ক: মানুষ ক্রমশ ভুলো মনা হচ্ছে। অন্তত দিল্লি মেট্রোতে যাতায়াতকারীরা তো বটেই। চলতি বছর জানুয়ারি থেকে অগাস্ট পর্যন্ত দিল্লি মেট্রোর যাত্রীরা মোট ৪৩ লক্ষ টাকা ফেলে গিয়েছেন। সঙ্গে মোট ২৮৩টি মোবাইল সেট ও ৭৯টি ল্যাপটপও হারিয়ে যাওয়া জিনিসগুলোর তালিকায় রয়েছে। রেলওয়ে নেটওয়ার্কের 'লস্ট অ্যান্ড ফাউন্ড' ডাটা থেকে এমনই চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে। হারিয়ে যাওয়া নগদ অর্থের বেশিরভাগই যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে নবে জানা গিয়েছে।


আরও পড়ুন- বেঙ্গালুরুতে বসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত বছর ১২ মাসে যাত্রীরা হারিয়েছিলেন মোট ১৮.৮০ লক্ষ নগদ অর্থ। গত বছর দিল্লি মেট্রো যাত্রীরা প্ল্যাটফর্ম বা ট্রেনে উঠে হারিয়েছিলেন ১০৮টি ল্যাপটপ, ৩৭টি ক্যামেরা, ৬০টি ঘড়ি, ৩১৩টি মোবাইল সেট, ১৪টি ট্যাবলেট ফোন, ৬টি আই-পড।


আরও পড়ুন- মেট্রো রেলে যে সুবিধা পেতে চলেছেন, তা শুনলে খুব আনন্দ পাবেন


সেখানে ৯ মাসের মধ্যে হারানো অর্থের পরিমাণ এ বছর প্রায় দ্বিগুণ ছাড়িয়ে গিয়েছে।