ওয়েব ডেস্ক : দিল্লিতে বিপাকে পড়াড় মুখে চিকিত্‍সা ব্যবস্থা। একসঙ্গে ৫০০ জন নার্স স্ট্রাইকে যাওয়ায় এবার শিকেয় উঠল AIIMS-এর পরিষেবা। হাসপাতালে চিতিত্‍সারত এক নার্সের মৃত্যুর পরই আন্দোলনে নামেন তাঁরা। তাঁদের অভিযোগ, চিকিত্‍সায় গাফিলতির কারণেই তাঁর মৃত্যু হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- রাত পোহালেই দেশের দুই স্পর্শকাতর রাজ্যে বিধানসভা নির্বাচন


বর্তমানে ৫ হাজার জন নার্স রয়েছেন AIIMS-এ। দিন কয়েক আগে রাজভির কৌর নামে এক নার্স অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিত্‍সকরা চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেননি। যদিও নার্সদের একাংশের অভিযোগ, চিকিত্‍সার গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে। গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন তাঁরা।


এদিকে, তাদের আন্দোলনের জেরে ব্যহত হচ্ছে চিকিত‍সা পরিষেবা। পরিস্থিতি সামাল দিতে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছে কর্তৃপক্ষ।