ওয়েব ডেস্ক: যান্ত্রিক ত্রুটির কারণে দিল্লি-ডিব্রুগর বিমানের জরুরি অবতরণ। গতকাল দুপুরে মাঝ আকাশে বিমানের যান্ত্রিক ত্রুটি বুঝতে পারেন ইন্ডিগোর উড়ান 6E-3645-এর ক্যাপ্টেন। তখনই কলকাতায় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন তিনি। আরও পড়ুন-  ইউপি'র তিন বারের মুখ্যমন্ত্রী, বর্ষীয়ান কংগ্রেস নেতা নারায়ণ দত্ত তিওয়ারি যোগ দিচ্ছেন বিজেপিতে


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে ককপিট ক্রু কোনও জরুরি অবস্থার ঘোষণা না করলেও ATC আগে ভাগেই ঘোষণা করে দেয়। তারপরেই নির্বিঘ্নে অবতরণ করে বিমান। বিষয়টি DGCA-কে জানানো হয়েছে। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আরও পড়ুন- ৭ বছর ধরে মহিলা সেজে বাড়ি ঢুকে বন্ধুপত্নীর সঙ্গে চলছিল পরকীয়া