নিজস্ব প্রতিবেদন: গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৭৫২ জন। যার দরুন দেশে এখন মোট করোনা আক্রান্ত ৭ লক্ষ ৪২ হাজার ৪১৭ জন। গত ২৪ ঘন্টায় দেশে নোভেলে প্রাণ হারিয়েছেন ৪৮২ জন।এখন মোট কোভিডে মৃত্যু হয়েছে ২০ হাজার ৬৪২ জনের। এখনও পর্যন্ত দেশে মোট নোভেল জয়ী ৪ লক্ষ ৫৬ হাজার ৮৩০ জন। সারা ভারতে করোনায় সুস্থতার হার ৬১.৫৩ শতাংশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এখনও দেশে করোনার শীর্ষে মহারাষ্ট্র। গত ২৪ ঘন্টায় সে রাজ্যেই শুধু আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩১৪ জন। এখন ঠাকরে রাজ্যে মোট করোনা আক্রান্ত ২ লক্ষ ১৭ হাজার ১২১। সেখানে মোট প্রাণ হারিয়েছেন ৯ হাজার ২৫০ জন। তবে স্বস্তির খবর, ১ লক্ষ ১৮ হাজার৫৫৮ জন সুস্থও হয়ে উঠেছেন।


আরও পড়ুন: মায়ের জন্য দেশে ফেরা, চাষির ছেলেই বিশ্বকে দেবে করোনার ভ্যাকসিন!


মহারাষ্ট্রর পরেই দেশে করোনায় শোচনীয় অবস্থা তামিলনাড়ুর। সে রাজ্যে মোট করোনা আক্রান্ত ১ লক্ষ ১৮ হাজার ৫৯৪ জন। কোভিডের কবলে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৬৩৬ জন।


রাজধানীও কোভিডে বেহাল। দিল্লিতে মোট করোনা আক্রান্ত ১ লক্ষ ২ হাজার ৮৩১। মোট প্রাণ হারিয়েছেন ৩ হাজার ১৬৫ জন। তবে হুহু করে বাড়তে থাকা করোনা আক্রান্ত সংখ্যার মধ্যেও বেশ কয়েকটি রাজ্য নিজেদের করাল গ্রাস থেকে আটকে রাখতে পেরেছে। সিকিমে করোনা আক্রান্ত মোট ১২৫ জন। যার মধ্যে ৭৭ জনই সুস্থ হয়ে উঠেছেন। মৃত্যু হয়নি ১ জনেরও। মিজোরাম, মনিপুর, নাগাল্যান্ডেও কোভিডের কবলে ১ জনেরও মৃত্যু হয়নি।