নিজস্ব প্রতিবেদন: সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হল কমপক্ষে ৭ জনের। এর মধ্যে ৪ জন সাফাইকর্মী রয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাটি ঘটে গুজরাটের ভোদোদরায় একটি হোটেলে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, মৃতরা হলেন মহেশ পাটানওয়াড়িয়া (৪৭), অশোক হরিজন (৪৫), ব্রিজেশ হরিজন (২৫), মহেশ হরিজন (২৫), বিজয় চৌধরি (২২), সহদেব বাসবা (২২) ও অজয় বাসবা (২২)। এনার মধ্যে পাটানওয়াড়িয়া, অশোক, ব্রিজেশ ও সহদেব রয়েছেন।


আরও পড়ুন- ক্ষমতা হারাতেই ভিআইপি ট্রিটমেন্ট উধাও, বিজয়ওয়াড়া বিমানবন্দরে দেহ তল্লাশি চন্দ্রবাবুর


পুলিস জানিয়েছে, প্রথম সেপটিকে ট্যাঙ্কে প্রবেশ করেন পাটানওয়াড়িয়া। অনেকক্ষণ অপেক্ষা করে ফিরে না এলে একে একে বাকি ছয় জন ওই ট্রাঙ্কে প্রবেশ করেন। ট্র্যাঙ্কের বিষাক্ত গ্যাসে তাঁদের মৃত্যু হয় বলে জানিয়েছে। পুলিস সব ক’টি দেহ উদ্ধার করেছে। সেগুলো ময়না তদন্তে পাঠানো হয়েছে। ইতিমধ্যে হোটেলের মলিককে গ্রেফতার করেছে পুলিস।