ওয়েব ডেস্ক: দুর্নীতি রুখতে প্রচুর কালো টাকা উদ্ধার করেছে সরকার। লালকেল্লায় দাঁড়িয়ে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন ৮০০ কোটি টাকার বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে দেশে। জিএসটি নিয়েও ভূয়সী প্রশংসা করেছেন মোদী। নেচিবাচক চিন্তাভাবনাকে সরিয়ে রেখে দেশবাসীকে এগোনোর কথা বলেন তিনি। তাঁর কথায়, 'জিএসটির পর দেশ জুড়ে সততার উৎসব পালন করা হচ্ছে।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোরক্ষপুরে শিশু মৃত্যুর জন্য শোকপ্রকাশ করে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন। তিনি বলেছেন, প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ বিহার, বাংলা, অসম। এই তিন রাজ্যকে এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, 'চলছে চলবে মানসিকতার দিন গিয়েছে। ২০২২-এর মধ্যে নতুন ভারত তৈরির জন্য দেশবাসীকে সংকল্প করতে হবে।'