ওয়েব ডেস্ক: কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্য আরও এক সুখবর। দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস-এর খবর অনুযায়ী  কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়ানোর পরিকল্পনা করছে মোদী সরকার। সদ্য প্রকাশিত প্রতিবেদনে দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস দাবি করছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন ১৮,০০০ টাকা বেড়ে হতে পারে ২১,০০০ টাকা। যদিও,  কেন্দ্রীয় সরকারি কর্মচারী ইউনিয়নগুলির দাবি ছিল তাদের ন্যূনতম বেতন হোক ২৫,০০০ টাকা। অবশ্যই পড়ুন- দু’লক্ষের বেশি ‘শেল কোম্পানি’র রেজিস্ট্রেশন বাতিল কেন্দ্রের 


ওয়ান ইন্ডিয়া'র দাবি, মোদী সরকার এখনই তাদের দাবি পুরোপুরি মেনে না নিলেও ২০ শতাংশের কাছাকাছি বেতন বৃদ্ধির করার পরিকল্পনা করছে। কমিটি অব অ্যালাওয়েন্সের পরামর্শের ভিত্তিতেই বেতন বাড়াতে চলেছে কেন্দ্র সরকার, দাবি দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস-এর। সরকারের এই পরিকল্পনা অনুযায়ী ৪৮ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মীর বেতন বৃদ্ধি ঘটবে।