জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ছত্তীসগঢ়ে ফের মাওবাদী বিরোধী অভিযানে সাফল্য। যৌথহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত ৮ মাওবাদী। উদ্ধার প্রচুর অস্ত্র ও বিস্ফোরক। নিহত ১ জওয়ানও, আহত আরও ২। এবার ছত্তিশগড়ের মাড় অঞ্চল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Loksabha Election Result: মোবাইলে 'কারসাজি', গণনাকেন্দ্রে ইভিএম খুলেছিলেন সাংসদের শ্য়ালক!


গত চল্লিশ বছরে ছত্তীসগঢ়ের এই মাড় অঞ্চল মাওবাদীদের শক্তঘাঁটি হিসেবেই পরিচিত। ৫ দিন ধরে সেই মাড় অঞ্চলের অভিযানে নেমেছে যৌথবাহিনী। আর তাতেই মিলল বড়সড় সাফল্য।


ছত্তিশগড় পুলিস সূত্রে খবর, ঘড়িতে তখন সাড়ে সাতটা। গতকাল, শনিবার মাড় অঞ্চলের কুতুল ফরজবেড়া ও কোরটামেটার জঙ্গলে মাওবাদীদের উপর হামলা চালায় যৌথবাহিনী। দ্রুত পজিশন নিয়ে তাদের আত্মসমপর্ণ করতে বলেন জওয়ান। কিন্তু আত্মসমপর্ণ তো দূর অস্ত, উল্টে যৌথবাহিনী লক্ষ্য গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। 



আরও পড়ুন: Ice Cream Incident: বন্ধ আইসক্রিম তৈরি! আঙুলকাণ্ডের পর নড়েচড়ে বসল ফুড সেফটি অথরিটি...


গত বছরের ডিসেম্বরে পালাবদল ঘটেছে  ছত্তীসগঢ়ে। রাজ্যের বিভিন্ন জেলায় এখন মাওবাদী অভিযানে নেমেছে নিরাপত্তাবাহিনী ও পুলিস। চলতি বছরের এপ্রিলে  কাঁকেড় জেলায় নিহত হন ২৯ জন মাওবাদী।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)