নিজস্ব প্রতিবেদন: এ বলে আমায় দেখ, ও বলে আমায়। কংগ্রেস-বিজেপি মিলে হরিয়ানায় প্রায় ৯৩ শতাংশ বিধায়কই কোটিপতি। ৯০ আসনের হরিয়ানা বিধানসভা। এর মধ্যে এবারে জিতে আসা ৮৪ বিধায়কের ঝুলিতে রয়েছে কয়েক কোটি টাকার সম্পত্তি। এমনই রিপোর্ট প্রকাশ করল নির্বাচন নজরদারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওই সংস্থার রিপোর্ট অনুযায়ী, বিধাকদের গড় সম্পত্তির পরিমাণ ১৮.২৯ কোটি টাকা। ২০১৪ সালে যা ছিল ১২.৯৭ কোটি টাকা। কোটিপতির তালিকায় পাল্লা দিয়ে সহাবস্থান করছে বিজেপি-কংগ্রেস। রিপোর্ট অনুযায়ী, বিজেপির ৪০ বিধায়কের মধ্যে ৩৭ জনই কোটিপতি। অন্যদিকে কংগ্রেসের ৩১ জনের মধ্যে কোটিপতি ২৯ জনই। নির্দল কিংবা অন্য দলের বিধায়করাও ওই তালিকায় রয়েছে বলে জানা যাচ্ছে।



আরও পড়ুন- জম্মু ও কাশ্মীরের ব্লক ডেভলপমেন্ট কাউন্সিলের নির্বাচনে ৮১ আসন পেল বিজেপি


উল্লেখ্য, হরিয়ানা বিধানসভায় এই মুহূর্তে ত্রিশঙ্কু পরিস্থিতিতে দাঁড়িয়ে। বিজেপির ভোট শতাংশ বৃদ্ধি পেলেও কমেছে আসন সংখ্যা। ম্যাজিক ফিগার থেকে দূরে ৬ আসন দূরে। জানা যাচ্ছে নির্দলের ৬ এবং হরিয়ানা লোকহিত পার্টির বিধায়ক সমর্থন দেবে বিজেপিকে। অন্যদিকে কংগ্রেসের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে দুষ্মন্ত চৌটালার জেজেপি-ও। তবে, সরকার গড়ার দিকে এগিয়ে গেরুয়া শিবিরই বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।