নিজস্ব প্রতিবেদন: অন্ধ্র প্রদেশে নৌকা ডুবে মৃত্যু হল ৫ জনের। নিখোঁজ এখন ৩৫ জন। রবিবার দুপুরে অন্ধ্র প্রদেশের পূর্ব গোদাবরী জেলায় গোদাবরী নদীতে এই দুর্ঘটনা ঘটে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা যাচ্ছে, ৬৩ জন পর্যটক নিয়ে গোদাবরী নদীবক্ষে ভ্রমণে বেরিয়েছিল ওই নৌকা। দেবীপত্তনমের কাছে গান্ডি পোচাম্মা মন্দির থেকে ওই নৌকা ছেড়েছিল। পাপিকনদালু পর্বতের কোলে গোদাবরীর বক্ষে নৌকাবিহার পর্যটকদের অন্যতম আকর্ষণ কেন্দ্র।



জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরে কর্মীরা ইতিমধ্যে উদ্ধারকাজে নেমেছে। ওএনজি সংস্থার হেলিকপ্টারকেও নামানো হয়েছে উদ্ধারকাজে। ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখতে সর্বক্ষণ যোগাযোগ রাখছেন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি, প্রশাসন সূত্রে খবর। জানা যাচ্ছে গত ক’দিনে ৫ কিউসেক জল ছাড়া হয়েছে, যার জেরে  এই মুহূর্তে ভয়ঙ্কর আকার ধারণ করেছে গোদাবরী।