ওয়েব ডেস্ক : দিনকয়েক আগেই মৃত্যুর রেজিস্ট্রিকরণের জন্য আধারকে বাধ্যতামূলক ঘোষণা করেছে কেন্দ্র। বিশেষ কিছু ক্ষেত্র বাদে আধার ছাড়া আর পাওয়া যাবে না মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট। এবার শেয়ার, মিউচুয়াল ফান্ড কিনতেও খুব শিগগিরই বাধ্যতামূলক হচ্ছে আধার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সরকারের তরফে এক রিপোর্টে বলা হয়েছে, ফিনান্সিয়াল মার্কেটে যেকোনও লেনদেনের ক্ষেত্রে আধারকে লিঙ্ক করে দেওয়ার পরিকল্পনা চলছে। শেয়ার বাজারে কালো টাকা সাদা করার চেষ্টা আটকাতে সরকার ও সেবির পক্ষ থেকে এমন পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে। খুব শিগগিরই এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।


কারণ হিসেবে বলা হয়েছে, শুধুমাত্র PAN নম্বরের মাধ্যমে বেআইনি লেনদেনের হদিশ পাওয়া সব সময় সম্ভব হচ্ছে না। আরও স্বচ্ছতা আনতে হবে। আর তাই আধার জরুরি। ইতিমধ্যেই ১ জুলাই থেকে আধারের সঙ্গে PAN লিঙ্ক করা বাধ্যতামূলক করেছে সরকার। নতুন PAN কার্ডের জন্য আবেদনের সময়ও আধার বা এনরোলমেন্ট নাম্বার দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।


আরও পড়ুন, মৃত্যুর রেজিস্ট্রিকরণ করতে বাধ্যতামূলক হল আধার