সংসদের ভিতরে উঠল `ইনকিলাব জিন্দাবাদ` স্লোগান
`ইনকিলাব জিন্দাবাদ` স্লোগান দিয়ে ভগবন্ত মান তার জবাব দিলেন বলে মনে করা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদন: 'ভারত মাতা কি জয়'-এর পর এবার সংসদের ভিতরে উঠল 'ইনকিলাব জিন্দাবাদ' স্লোগান। মঙ্গলবার ১৭তম লোকসভার সদস্য হিসাবে শপথ নেন পঞ্জাবের সংরুরের আম আদমি পার্টির নির্বাচিত প্রার্থী ভগবন্ত মান। এবারের লোকসভা নির্বাচনে তিনিই আম আদমি পার্টির একমাত্র সাংসদ। শপথ গ্রহণের পর 'ইনকিলাব জিন্দাবাদ' ধ্বণী দেন তিনি।
লোকসভায় চলছে নব নির্বাচিত সদস্যদের শপথগ্রহণ প্রক্রিয়া। শপথবাক্য পাঠ করাচ্ছেন অস্থায়ী স্পিকার বীরেন্দ্র কুমার। সোমবারই শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পর সংসদে শাসকদলের সদস্যরা ভারত মাতা কি জয়' ধ্বণী দেন। যা নিয়ে আপত্তি জানিয়েছেন একাধিক সংসদ সদস্য। এর পর স্পিকারের আপত্তিতে স্লোগান দেওয়া বন্ধ করেন শাসকদলের সাংসদরা। সংসদের মতো জায়গায় 'ভারত মাতা কি জয়' ধ্বণী দেওয়া কি স্বাধিকার ভঙ্গের সামিল নয়?
ঠিক তার পর দিনই শপথ গ্রহণের শেষে 'ইনকিলাব জিন্দাবাদ' স্লোগান দিয়ে ভগবন্ত মান তার জবাব দিলেন বলে মনে করা হচ্ছে।
ফের চেনা ছন্দে সরকারি হাসপাতাল, স্বস্তির নিঃশ্বাস আউটডোরের লাইনে
দক্ষিণ-পূর্ব এশিয়ায় বামপন্থীদের জনপ্রিয়তম স্লোগান 'ইনকিলাব জিন্দাবাদ'-এর জন্ম কিন্তু পঞ্জাবেই। স্লোগানটি জনপ্রিয় হয় শহিদ ভগত্ সিং, শুকদেব, রাজগুরু, চন্দ্রশেখর আজাদের মতো বিপ্লবীদের মুখে। স্বাধীনতার পর ভারতীয় বামপন্থী আন্দোলনের প্রধান স্লোগান হয়ে ওঠে এটি।