নিজস্ব প্রতিবেদন: অসম আন্দোলনে অন্যতম পথপ্রদর্শক অল অসম স্টুডেন্টস ইউনিয়ন (আসু) নয়া রাজনৈতিক দল তৈরি করতে চলেছে। যে দলটি সরকারে থাকা বিজেপি, অসম গণ পরিষদ (অগপ)-র বিরোধিতা তো করবেই, কংগ্রেসকেও সেই বিরোধিতার তালিকায় রাখছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্বতন্ত্র রাজনৈতিক দল তৈরির পরিকল্পনার কথা জানান গায়ক জুবিন গর্গ।  রবিবার এক জনসভায় এই ঘোষণা করেন তিনি। মঞ্চে উপস্থিত ছিলেন আসুর সভাপতি দীপঙ্ক কুমার নাথ। তিনিও প্রকাশ্যে সম্মতি দেন গর্গের প্রস্তাবকে। দীপঙ্ক বলেন, “যদি আপনাদের সমর্থন মেলে, তাহলে দ্রুতই এই দল আনতে পারি।”


অসমের শিল্পী সমাজকে পাশে নিয়েই দল তৈরির পরিকল্পনা চলছে। দীপঙ্ক জানান, তবে তাদের সংগঠন অরাজনৈতিকই থাকবে। উল্লেখ্য, ১৯৬৭ সালে ৮ অগস্ট তৈরি হয় আসু। আশির দশকে অসমের ভূমিপুত্রদের অধিকারের লড়াইয়ে উল্লেখ্যযোগ্য জায়গায় পৌঁছয় আসু। টানা ৬ বছর আন্দোলনে কার্যত চাপে পড়ে ১৯৮৫ সালে অসম চুক্তি করতে বাধ্য হন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী।



আরও পড়ুন- বড়দিনের পর মেঘালয়ে নাগরিকত্ব আইন খতিয়ে দেখার আশ্বাস অমিত শাহের


সিএএ বিরোধিতায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ জনের। জখমদের মধ্যে একজনের রবিবার মৃত্যু হয়। এদিন দীপঙ্ক জানান, পুলিসের গুলিতে নিহত হয়েছে পাঁচজন। জখম অনেক। শুরু হয়ে গেছে সর্বানন্দ সোনোয়ালের পতন। রবিবার অনেকটাই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে অসমে। শিথিল করা হয় কার্ফু। তবে, এখনও ব্যাহত ইন্টারনেট পরিষেবা।