I.N.D.I.A Alliance Meet: ইন্ডিয়া জোটের ১৩ জনের কমিটিতে অভিষেক, সিপিএম নেতার নাম পরে ঘোষণা
I.N.D.I.A Alliance Meet: রাজ্যে রাজ্যে আসন সমঝোতা নিয়ে বিরোধী দলগুলির মধ্যে মতবিরোধী রয়েছে। ফলে এনিয়ে সিদ্ধান্ত নেওয়াটাই এখন ইন্ডিয়া জোটের কাছে বড় চ্যালেঞ্জ। তাই ওই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আসন সমঝোতার উপরেই বেশি আলোচনা হয়েছে
সুতপা সেন: মুম্বইয়ের বৈঠক থেকে লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে জোটবদ্ধ লড়াইয়ের বার্তা দিল ইন্ডিয়া জোট। যতটা সম্ভব একজোট হয়ে এনডিএর বিরুদ্ধে ময়দানে নামছে বিরোধী শিবির। এনডিএর বিরুদ্ধে লড়াইয়ে বিরোধী শিবিরের ফর্মুলাই ছিল যে যেখানে শক্তিশালী সে সেখানে প্রার্থী দেবে। অনেকটা সেই দিকেই এগচ্ছে বিরোধীরা। মুম্বইয়ের বৈঠকে স্থির হয়েছে আসন ভাগাভাগি নিয়ে দ্রুত আলোচনা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। বিজেপির বিরুদ্ধে যৌথ প্রচার কৌশলও ঠিক হয়েছে ইন্ডিয়া জোটের বৈঠকে।
আরও পড়ুন-পাওয়ারের নৈশভোজে মমতা-লালু-কেজরির ৩ প্রস্তাব, শুরু মুম্বইয়ের বৈঠক
বিরোধী জোটের রণকৌশল ঠিক করবে বিরোধীদের ১৪ সদস্যের কোঅর্ডিনেশন কমিটি। সেই কমিটিতে রয়েছেন কে সি বেণুগোপাল, শরদ পাওয়ার, এম কে স্ট্যালিন, তেজস্বী যাদব, অভিষেক বন্দ্যোপাধ্যায়, হেমন্ত সোরেন, সঞ্জয় রাউত, রাঘব চাড্ডা, ডি রাজা, ওমর আবদুল্লা, জাভেদ আলি খান, লাল্লন যাদব, মেহবুবা মুফতি। লক্ষ্যনীয় বিষয় হল কমিটিতে সিপিআইয়ের ডি রাজা থাকলেও সিপিআইএমের কোনও নাম নেই। সিপিএম প্রতিনিধির নাম পরে ঘোষণা করা হবে। এমনটাই জানালেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত।
রাজ্যে রাজ্যে আসন সমঝোতা নিয়ে বিরোধী দলগুলির মধ্যে মতবিরোধী রয়েছে। ফলে এনিয়ে সিদ্ধান্ত নেওয়াটাই এখন ইন্ডিয়া জোটের কাছে বড় চ্যালেঞ্জ। তাই ওই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আসন সমঝোতার উপরেই বেশি আলোচনা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্য়ায় বারবার চাইছেন লোকসভা ভোটের প্রচার শুরু করতে। সেই প্রচারের বিষয়টি নিয়ে আজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব দেশের বিভিন্ন প্রান্তে জনসভা করা যায় তা নিয়েও সিদ্ধান্ত হয়েছে।
রাজনৈতিক মহলে জল্পনা, লোকসভা নির্বাচন এগিয়ে আনতে পারে মোদী সরকার। সেক্ষেত্রে মাস চারেক সময় পাবে বিরোধীরা। সেই কথা মাথায় রেখেই দ্রুত প্রচার ও জনসভা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব মাথায় রেখেই নবীন ও প্রবীনদের মিলিয়ে ১৪ জনের কোঅর্ডিনেশন কমিটি গঠন করা হয়েছে। সমন্বয়ের পাশাপাশি নির্বাচনী ভোটের কৌশলও তৈরি করবে ওই কমিটি।
অন্যদিকে, ইন্ডিয়া জোটের প্রচার কমিটিতে রাখা হয়েছে ১৯ জনতে। এদের মধ্যে রেয়েছেন সঞ্জয় ঝা, অনিল দেশাই, সঞ্জয় যাদব, পি সি চাকো, কিরনময় নন্দ, শাহিদ সিদ্দিকির মতো নেতা। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় দায়িত্বে রয়েছে ১২ জন। ওই তালিকায় নাম রয়েছে সুমিত শর্মা, আশিস যাদব, ইলতিজা মেহবুবা, ইফরা ঝা।