GST-র কোপে বাড়তে চলেছে AC কামরা, ফার্স্টক্লাসের ভাড়া
১ জুলাই থেকে চালু হচ্ছে GST। গুড সার্ভিস ট্যাক্স বা পণ্য পরিষেবা কর। এই GST-র কোপে বাড়তে চলেছে ট্রেনের AC কামরা ও ফার্স্টক্লাসের টিকিট ভাড়া।
ওয়েব ডেস্ক : ১ জুলাই থেকে চালু হচ্ছে GST। গুড সার্ভিস ট্যাক্স বা পণ্য পরিষেবা কর। এই GST-র কোপে বাড়তে চলেছে ট্রেনের AC কামরা ও ফার্স্টক্লাসের টিকিট ভাড়া।
GST চালু হওয়ার পর টিকিটের উপর সার্ভিস ট্যাক্স ৪.৫ শতাংশ থেকে বেড়ে ৫ শতাংশে দাঁড়াবে। ফলে বাড়বে টিকিটের দাম। একমাত্র AC ও ফার্স্টক্লাস কামরায় ভ্রমণের ক্ষেত্রেই টিকিটের উপর এই সার্ভিস চার্জ লাগু হয়।
রেল মন্ত্রকের এক পদস্থ কর্তা জানিয়েছেন, এখন কোনও টিকিটের দাম যদি হয় ২০০০ টাকা, তাহলে ১ জুলাই থেকে সেই দাম দাঁড়াবে ২০১০ টাকা। GST চালু হওয়ার পর নয়া করব্যবস্থায় যাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয়, তা দেখভালের জন্য প্রতি রাজ্যে একজন করে নোডাল অফিসারও নিয়োগ করছে রেল।
আরও পড়ুন,