ওয়েব ডেস্ক: রাজধানী এক্সপ্রেস। এলিট ক্লাস ট্রেন। অন্তত সেভাবেই পরিচিত। কিন্তু পচা, অত্যন্ত খারাপ মানের খাবার দেওয়ার অভিযোগ উঠল এই ট্রেনেই। যাত্রী অসন্তোষ চরমে। শিয়ালদাগামী নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের B8 ও B9 কামরায়, গতরাতের খাবার নিয়ে এই অশান্তি। যাত্রীদের অভিযোগ, গন্ধ হয়ে যাওয়া পচা খাবার ধরিয়ে দেওয়া হয় তাঁদের। অনেকে তা খেয়ে অসুস্থও হয়ে পড়েন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন দেশের বেশিরভাগ অঞ্চলেই এবার বৃষ্টিপাতের সম্ভাবনা স্বাভাবিকের থেকে কম


রেলের অফিসারদের খবর দিলেও, কেউ আসেননি। প্যান্ট্রি কারের কয়েকজন কর্মী এসে ক্ষমা চেয়ে যান। তবে অভিযোগ শোনা বা নেওয়ার জন্য কাউকে দেখা যায়নি। আজ সকালে ট্রেন আসানসোলে পৌছনর পর, স্টেশনে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন উত্তেজিত যাত্রীরা। 


আরও পড়ুন  রাজ্যের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তিস্তা চুক্তি করা যাবে না, বললেন সৌগত রায়