দেশের বেশিরভাগ অঞ্চলেই এবার বৃষ্টিপাতের সম্ভাবনা স্বাভাবিকের থেকে কম
মার্চের শেষ সপ্তাহ চলছে। এপ্রিল এখনও পড়েনি। মে এবং জুন তো সেই কবে! অথচ, এখনই গরমে রেহাই মিলছে না। হাঁসফাঁস করা গরম না হলেও, গরম যে এবার বেশ ভালোই পড়তে চলেছে, তার রেশও পাওয়া যাচ্ছে এখন থেকেই। এরই মধ্যে বেশ চিন্তার খবর। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এবার গোটা দেশজুড়েই বৃষ্টি বেশ কম হবে। আবহাওয়ার পূর্বাভাসে যা বলা হয়েছে, সেই অনুযায়ী, দেশের উত্তর পশ্চিমভাগ, উত্তরভাগে এবং দক্ষিণভাগে বৃষ্টিপাত হবে স্বাভাবিকের থেকে কম।
![দেশের বেশিরভাগ অঞ্চলেই এবার বৃষ্টিপাতের সম্ভাবনা স্বাভাবিকের থেকে কম দেশের বেশিরভাগ অঞ্চলেই এবার বৃষ্টিপাতের সম্ভাবনা স্বাভাবিকের থেকে কম](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/03/28/81855-rain28-3-17.jpg)
ওয়েব ডেস্ক: মার্চের শেষ সপ্তাহ চলছে। এপ্রিল এখনও পড়েনি। মে এবং জুন তো সেই কবে! অথচ, এখনই গরমে রেহাই মিলছে না। হাঁসফাঁস করা গরম না হলেও, গরম যে এবার বেশ ভালোই পড়তে চলেছে, তার রেশও পাওয়া যাচ্ছে এখন থেকেই। এরই মধ্যে বেশ চিন্তার খবর। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এবার গোটা দেশজুড়েই বৃষ্টি বেশ কম হবে। আবহাওয়ার পূর্বাভাসে যা বলা হয়েছে, সেই অনুযায়ী, দেশের উত্তর পশ্চিমভাগ, উত্তরভাগে এবং দক্ষিণভাগে বৃষ্টিপাত হবে স্বাভাবিকের থেকে কম।
আরও পড়ুন রাজ্যের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তিস্তা চুক্তি করা যাবে না, বললেন সৌগত রায়
পাঞ্জাব, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গোয়াতেও বৃষ্টিপাত হবে স্বাভাবিকের থেকে কম। তবে, পশ্চিমবঙ্গের জন্য তুলনায় সুখবর। কারণ, আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তরপ্রদেশ, ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গে স্বাভাবিক বৃষ্টিপাতই হবে। আবহাওয়াবিদদের আশা, জুনের প্রথম সপ্তাহতেই ঢুকে পড়বে বর্ষা।
আরও পড়ুন বিজেপি ক্ষমতায় আসলেও গোহত্যা নিষিদ্ধ হবে না মিজোরাম, মেঘালয় এবং নাগাল্যান্ডে