নিজস্ব প্রতিবেদন: গত কয়েক দিন ধরে বাজারের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ইয়েস ব্যাঙ্ক (Yes Bank) ও ডিস টিভির (Dish TV) খবর। ডিস টিভিতে নতুন পরিচালকদের নিয়োগের প্রস্তাব দিয়েছিল ইয়েস ব্যাঙ্ক। এর মধ্যে নির্বাচিত উন্মোচনের (Selective Disclosure) কারণে এক সদস্য সেবির (SEBI) নজরেও ছিলেন। প্রচুর টাকা দিয়ে বিষয়টির নিষ্পত্তি করতে হয়েছিল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এখন ইয়েস ব্যাঙ্ক (Yes Banek) ও তাদের 'ছায়া' উপদেষ্টা সংস্থা ইনস্টিটিউশনাল ইনভেস্টর অ্যাডভাইজরি সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেড (Institutional Investor Advisory Services India Limited বা IiAS) নানা প্রশ্নে জর্জরিত। দু'টি সংস্থার অভিসন্ধি ও পর্দার পিছনের পদক্ষেপ নিয়ে উঠছে বিবিধ প্রশ্ন। যেমন- 


 
-কেন পরিচালক নিয়োগের প্রস্তাব দিল ইয়েস ব্যাঙ্ক (Yes Bank)? তাতে কেন আইআইএএস (IiAS) সমর্থন দিল?           
- বড় বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে ইয়েস ব্যাঙ্ক ও আইআইএএস (IiAS)?
- নির্বাচিত তথ্যই কেন প্রচার করছে ইয়েস ব্যাঙ্ক ও আইআইএএস (IiAS)? ডিস টিভি দখল করতে চায় এমন কারও হয়ে কি কাজ করছে আইআইএএস?
- আর্থিক হিসাব প্রকাশ করা উচিত নয় বলে জানিয়েছে আইআইএএস (IiAS)। এর ফলে কে লাভবান হবে? কার স্বার্থে এমন নির্দেশিকা? 
- সেবি কর্তৃক ব্যবস্থা নেওয়া ব্যক্তিকে যখন ইয়েস ব্যাঙ্ক নিয়োগের প্রস্তাব দিল তখন আইআইএএস কেন চুপ করে থাকল?
- রাইট ইস্যু নিয়ে কি সমস্যা? অর্থ তো কোম্পানির কোষাগারে যাবে কোনও ব্যক্তির কাছে তো নয়- সেক্ষেত্রে সমস্যা কোথায়? ইয়েস ব্যাঙ্কের আসল উদ্দেশ্য কী?
- ডিস টিভির ব্যবস্থাপকমণ্ডলীর পরিবর্তন কেন চাইছে ইয়েস ব্যাঙ্ক (Yes Bank)?
- ইয়েস ব্যাঙ্কের (Yes Bank) প্রস্তাবিত মনোনীত সদস্যদের কি ডিটিএইচ শিল্পের (DTH Industry) অভিজ্ঞতা রয়েছে? 



ডিস টিভি (Dish TV) নিয়ে ইয়েস ব্যাঙ্ক ও আইআইএএসের (IiAS) পদক্ষেপ ও উদ্দেশ্য নিয়ে সংশয় তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, বিনিয়োগকারীদের মধ্যে সন্দেহের বাতাবরণ তৈরি করার পরিকল্পনা হচ্ছে। তবে এই ধরনের পদক্ষেপ ছদ্ম সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দেবে। ইয়েস ব্যাঙ্ক ও আইআইএএস-র প্রতিক্রিয়া জানতে মেইল করেছিল Zee মিডিয়া (Zee Media)। তবে কোনও উত্তর মেলেনি। 


আরও পড়ুন- PM Modi-কে জন্মদিনের উপহার, দেশজুড়ে প্রতি মিনিটে ৪২ হাজার টিকা স্বাস্থ্যমন্ত্রকের


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)