কার্গিল শহিদের প্রতি শ্রদ্ধা; অভিনব কায়দায় যুদ্ধ বিমান ওড়ালেন বায়ুসেনা প্রধান
কার্গিল যুদ্ধে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে অভিনব কায়দায় যুদ্ধ বিমান ওড়ালেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়া। `মিসিং ম্যান` পদ্ধতিতে মিগ ২১ যুদ্ধ বিমান ওড়ান তিনি। কোনও শহিদকে সম্মান জানাতেই এই মিসিং ম্যান ফর্মেশন ব্যবহার করা হয়।
ওয়েব ডেস্ক : কার্গিল যুদ্ধে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে অভিনব কায়দায় যুদ্ধ বিমান ওড়ালেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়া। 'মিসিং ম্যান' পদ্ধতিতে মিগ ২১ যুদ্ধ বিমান ওড়ান তিনি। কোনও শহিদকে সম্মান জানাতেই এই মিসিং ম্যান ফর্মেশন ব্যবহার করা হয়।
আরও পড়ুন- প্রকাশিত CBSE-র ক্লাস টুয়েলভের রেজাল্ট
শুধু মিগ ২১ বিমানই নয়, ধানোয়া উড়িয়েছেন টি 96 যুদ্ধবিমানও। বায়ুসেনা ঘাঁটি বাইসিয়ানায় শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানানো হয়। কার্গিল যুদ্ধে শহিদ হন কমান্ডার অজয় আহুজা। ৩ দিনের সফরে বাইসিয়ানায় এসেছেন ধানোয়া।