প্রকাশিত CBSE-র ক্লাস টুয়েলভের রেজাল্ট, ৯৯.৬% পেয়ে প্রথম নয়ডার রক্ষাগোপাল
প্রকাশিত সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা CBSE-র ক্লাস টুয়েলভের রেজাল্ট। মোট ১১ লাখ পরীক্ষার্থী এবছর পরীক্ষায় বসেছিল। গোটা দেশের প্রতিটি জোনেই একসঙ্গে এই রেজাল্ট বেরিয়েছে। www.results.nic.in, www.cbseresults.nic.in, www.cbse.nic.in এই তিনটি ওয়েব সাইটের মাধ্যমে তাদের রেজাল্ট জানা যাচ্ছে।
ওয়েব ডেস্ক : প্রকাশিত সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা CBSE-র ক্লাস টুয়েলভের রেজাল্ট। মোট ১১ লাখ পরীক্ষার্থী এবছর পরীক্ষায় বসেছিল। গোটা দেশের প্রতিটি জোনেই একসঙ্গে এই রেজাল্ট বেরিয়েছে। www.results.nic.in, www.cbseresults.nic.in, www.cbse.nic.in এই তিনটি ওয়েব সাইটের মাধ্যমে তাদের রেজাল্ট জানা যাচ্ছে।
এবার CBSE-েত পাশের হার কমে ৮২%। প্রথম হয়েছে কলা বিভাগ থেকে। ৯৯.৬% পেয়ে প্রথম নয়ডার অ্যামিটি ইন্টারন্যাশনাল স্কুলের রক্ষাগোপাল। দ্বিতীয় হয়েছে চণ্ডীগড়ের ভূমি সাওয়ান্ত (৯৯.৪%)। তৃতীয় চণ্ডীগড়ের মন্নত লুথরা ও আদিত্য লেনা (৯৯.২%)।
Raksha Gopal scores 99.6% in #CBSEclassXII , is all India topper pic.twitter.com/77XtVXRWct
— ANI (@ANI_news) May 28, 2017
I still can't believe the result, my aim was to do well,din't expect to top: Raksha Gopal, #CBSEclassXII topper pic.twitter.com/5MHHr2rPpG
— ANI (@ANI_news) May 28, 2017
CBSE Board Class 12th results declared pic.twitter.com/YTtiZPkZv8
— ANI (@ANI_news) May 28, 2017
কীভাবে রেজাল্ট দেখা যাবে?
www.results.nic.in, www.cbseresults.nic.in, www.cbse.nic.in- এই তিনটি ওয়েব সাইটের মধ্যে যে কোনও একটিতে গিয়ে
১) ক্লিক করতে হবে-CBSE Class 12 result 2017
২) তারপর সেখানে নির্দিষ্ট স্থানে নিজের রোল নম্বর দিতে হবে
৩) তারপর 'Submit'-এ ক্লিক করতে হবে