নিজস্ব প্রতিবেদন:ভেঙে পড়ল Indian Air Force-র MiG-21 Bison। বুধবার সকালেই এই দুর্ঘটনা ঘটে। এখনও পর্যন্ত পাওয়া খবরে, যুদ্ধ বিমানে থাকা  বায়ুসেনার pilot দুর্ঘটনায় মারা গিয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কমব্যাট ট্রেনিং চলাকালীন টেক অফ করার পর দুর্ঘটনাটি ঘটে। মাঝ আকাশ থেকে ভেঙে পড়ে বিমানটি। 


বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন গ্রুপ ক্যাপটেন এ. গুপ্তা।


বিবৃতিতে বলা হয়েছে, " ঘটনায় ভারতীয় বায়ুসেনা গভীর শোক প্রকাশ করেছে এবং পরিবারের সদস্যদের পাশে আছি আমরা। দুর্ঘটনার কারণ নির্ধারণের জন্য আদালতকে তদন্তের আদেশ দেওয়া হয়েছে।"