জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের শিরোনামে এয়ার ইন্ডিয়া। এবার বিমান সংস্থারই এক কেবিন ক্রু সদস্যকে সোনা পাচারে সাহায্য করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযুক্ত ওই সদস্যকে চেন্নাই বিমানবন্দরে গ্রেফতার করা হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার দুবাই থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে চেন্নাই পৌঁছানোর সময় কেবিন ক্রু সদস্য এবং যাত্রীকে আধিকারিকরা আটকায়। শুল্ক বিভাগ সূত্রে জানা গিয়েছে, প্লেনের এক যাত্রী সোনা পাচার করে নিয়ে আসছিলেন। এবং তিনি প্লেনের ভিতর এক কেবিন ক্রুয়ের হাতে পাচারের সোনা তুলে দেয়। এই কথা নিজেই স্বীকার করেন ওই যাত্রী।


আরও পড়ুন:Paracetamol Side Effects: অল্প কিছুতেই প্যারাসিটামল খাচ্ছেন? অজান্তেই মারাত্মক ক্ষতি করছেন, কড়া নাড়চ্ছে ভয়ংকর রোগ...


কর্মকর্তারা জানিয়েছেন, খোঁজাখুঁজি করার সময় পাচারের ১.৭ কেজি সোনা পাওয়া যায় কেবিন ক্রুয়ের অন্তর্বাসে। ইতোমধ্যেই দুজনকেই বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও মন্তব্য় পাওয়া যায়নি।


প্রসঙ্গত, এই রকমই ঘটনা কিছুদিন আগেই সামনে আসে। একজন কেনিয়ান মহিলা ১৪.২ কোটি টাকার কোকেনের ৯০ টি ক্যাপসুল খেয়ে প্লেনে করে আসছিলেন। তাঁকে চেন্নাই বিমানবন্দরে কাস্টমস কর্মকর্তারা গ্রেফতার করেছিলেন। গত ৭ ডিসেম্বর ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে ওই মহিলা চেন্নাইয়ে এসেছিলেন। 


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)