Paracetamol Side Effects: অল্প কিছুতেই প্যারাসিটামল খাচ্ছেন? অজান্তেই মারাত্মক ক্ষতি করছেন, কড়া নাড়চ্ছে ভয়ংকর রোগ...

অল্প জ্বর, মাথাব্যথা কিংবা গা-হাত-পায়ে ব্য়থা  যা কিছুই হোক না কেন‌ একটা প্যারাসিটামল খেলেই সব ঠিক হয়ে যাবে। এই ভাবনার ফলেই কম-বেশি সব বাড়িতেই রাখা থাকে এই অসুধ। কিন্তু ঘন ঘন এটি খাওয়ায় শরীরের অজান্তেই ডেকে আনছেন বিপদ। 

Dec 17, 2024, 20:12 PM IST
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অল্প জ্বর, মাথাব্যথা কিংবা গা-হাত-পায়ে ব্য়থা  যা কিছুই হোক না কেন‌ একটা প্যারাসিটামল খেলেই সব ঠিক হয়ে যাবে। এই ভাবনার ফলেই কম-বেশি সব বাড়িতেই রাখা থাকে এই অসুধ। কিন্তু ঘন ঘন এটি খাওয়ায় শরীরের অজান্তেই ডেকে আনছেন বিপদ। এমনটাই বলছে ব্রিটেনের নটিংহাম ইউনিভার্সিটির গবেষকেরা। 

2/6

বিগত কয়েক বছর ধরে এই নিয়ে গবেষণা করেছেন গবেষকরা। বহু গবেষণার পর তাদের দাবি, প্যারাসিটামল বেশি মাত্রায় খাওয়ায় লিভার ও কিডনিতে চাপ পড়ে। পেটের গোলমালও দেখা যায়,  এমনকি কিডনিতে পাথর জমার আশঙ্কাও থাকে।

3/6

বেশি প্যারাসিটামল খেলে পার্শ্বপ্রতিক্রিয়ার দরুণ বমি বমি ভাব, মাথা ঘোরার মতো সমস্যা হতে পারে। এছাড়াও দীর্ঘ সময় ধরে সেবনের ফলে ঘন হলুদ রঙের প্রস্রাব, তলপেটে তীব্র যন্ত্রণা দেখা দিতে পারে। যা কি না লিভার খারাপ হওয়ার উপসর্গ। আবার কিছু ক্ষেত্রে অ্যালার্জির সমস্যাও বাড়তে পারে বলে সতর্ক করেছেন গবেষকেরা।

4/6

গবেষণায় আরও দেখা গিয়েছে, ৬৫ বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে ঘন ঘন প্যারাসিটামল খাওয়ার অভ্যাস যাঁদের রয়েছে, তাঁদেরই পরবর্তী সময়ে আলসার ধরা পড়েছে। এমনকি, কিডনির রোগেও আক্রান্ত হয়েছেন অনেকে। হার্টের অসুখ ও হাইপারটেনশন ধরা পড়েছে বেশ কয়েক জনের। 

5/6

নটিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষক ওয়েইয়া ঝাংও জানিয়েছেন, ২০১৮ সাল থেকে বহু আর্থ্রাইটিসের রোগীকে লাগাতার প্যারাসিটামল খাইয়ে দেখা গিয়েছে, তাঁদের গাঁটের যন্ত্রণা কমেনি। কয়েক জনের ক্ষেত্রে নির্দিষ্ট মাত্রার প্যারাসিটামল কাজ করেছে। 

6/6

গবেষকদের মত, প্যারাসিটামল এমনিতে নিরাপদ ওষুধ। চিকিৎসকের পরামর্শে নির্দিষ্ট ডোজ খেলেই মিলবে উপকার।