নিজস্ব প্রতিবেদন:  যুদ্ধবিমানের তেলের ট্যাঙ্ক খসে পড়ল মাঝ আকাশে। তবে, হতাহতের কোনও খবর নেই। কোয়ম্বত্তুরের কাছেই এই দুর্ঘটনাটি ঘটে। বায়ুসেনা সূত্রে খবর, রুটিন মহড়া চলাকালীন তেজস যুদ্ধবিমানের বাইরের তেলের ট্যাঙ্কটি মাঝ আকাশে আলাদা হয়ে যায়। ১২০০ লিটারের ট্যাঙ্কটি মাটিতে পড়ে প্রায় ৩ফুটোর গর্ত তৈরি হয়। তবে, হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। সুলুর বিমানঘাঁটিতে নিরাপদেই বিমানকে অবতরণ করাতে সক্ষম হন চালক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


কীভাবে তেলের ট্যাঙ্ক খসে পড়ল তা খতিয়ে দেখছে বায়ুসেনা। এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তেজস হল অত্যাধুনিক যুদ্ধবিমান যা ভারতেই তৈরি হয়েছে। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল) ওই যুদ্ধবিমানের প্রস্তুতকারক। যুদ্ধবিমানটির আঘাত হানার সিস্টেম পুরোটাই কম্পিউটার চালিত। আকাশে যে কোনও বস্তুকে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত আনতে সক্ষম তেজস।


আরও পড়ুন- দরকার নেই ওই রকম নেতার, তাড়িয়ে দিন দল থেকে, কৈলাসের ছেলেকে তীব্র ভর্ত্সনা মোদীর


গত সপ্তাহে এমনই ঘটনা ঘটে বায়ুসেনার জাগুয়ার বিমান ওড়ার সময়। তেলের ট্যাঙ্ক খুলে মাটিতে পড়লে ছোটোখাটো বিস্ফোরণ তৈরি হয়। জনবহুল এলাকায় পড়ায় আতঙ্ক তৈরি হয়।  তবে, হতাহত কেউ হননি।