নিজস্ব প্রতিবেদন: বিহারে বিধানসভা ভোটের আগে ভাঙন এনডিএ-তে। বিজেপি নেতৃত্বাধীন জোট ছাড়ছে শিরোমণি অকালি দল। কৃষি বিল নিয়ে মোদী সরকারের অনড় মনোভাবের জেরেই সিদ্ধান্ত বলে জানাল তারা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কৃষি বিল নিয়ে অকালি ও বিজেপির মধ্যে দূরত্ব বাড়ছিল। গত ১৭ ডিসেম্বর কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন হরসিমরত কৌর বাদল। লোকসভার পর বিলটি পাশ হয় রাজ্যসভাতেও। কৃষি বিলের বিরোধিতায় পঞ্জাবে আন্দোলন শুরু করেছেন কৃষকরা। তাঁদের পাশে দাঁড়িয়েছে কংগ্রেস। তারা দাবি করছিল, কেন্দ্রের মন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন হরসিমরত কৌর বাদল। কিন্তু জোটে রয়েছে অকালি। এটা কৃষকদের ধোঁকা দেওয়ার ছাড়া আর কিছুই নয়! এমন পরিস্থিতিতে অকালির উপরে চাপ বাড়ছিল। সে কারণেই এনডিএ ছাড়ার সিদ্ধান্ত নিল তারা। শনিবার দলের নীতি নির্ধারণে উচ্চপর্যায়ের বৈঠকে বসে নেতৃত্ব। ওই বৈঠকের পর অকালি জানাল, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে  তারা। কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের গ্যারান্টি চাওয়া হয়েছিল। তবে অনড় অবস্থান ধরে রেখেছে কেন্দ্র। সে কারণেই এই সিদ্ধান্ত।'' 


 



ঘটনা হল, কৃষি সংক্রান্ত বিলটি প্রথমে সমর্থন করেছিল অকালি দল। কিন্তু পঞ্জাব ও হরিয়ানায় চাষিরা বিক্ষোভ শুরু করলে একশো আশি ডিগ্রি ঘুরে যায় তারা। অকালি সিদ্ধান্ত নেয়, তারা বিলটি সমর্থন করবে না। এদিন এনডিএ-ত্যাগের সিদ্ধান্তের পর দলের সভাপতি সুখবীর সিং বাদল টুইট করেছেন, ''সর্বসম্মতভাবে দলের কোর কমিটি এনডিএ ত্যাগের সিদ্ধান্ত নিয়েছে। বাজারে ফসল বিক্রিতে ন্যূনতম সহায়ক মূল্যের গ্যারান্টি দিতে নারাজ কেন্দ্রীয় সরকার।''



বিল নিয়ে বিতর্কে সুখবীর সিং বাদল সংসদে বলেছিলেন, গত ৫০ বছর ধরে কৃষিক্ষেত্রের উন্নয়ন করছে পঞ্জাবের সরকার।  প্রস্তাবিত বিলটি সেই প্রয়াসকে ধ্বংস করে দেবে।


আরও পড়ুন- আগামী বছর হজের জন্য আবেদন শুরু কবে, জানিয়ে দিলেন মুখতার আব্বাস নকভি