ওয়েব ডেস্ক: আগামী লোকসভা ভোটেও সমাজবাদী পার্টি-কংগ্রেস জোট অটুট থাকবে, আজ একথা স্পষ্টভাবে জানিয়ে দিলেন সপা প্রেসিডেন্ট অখিলেশ যাদব। ২০১৯ সালের সাধারণ নির্বাচনে জোট বজায় রাখার মধ্যে দিয়ে আসলে 'বাবা-কাকা'কে 'বার্তা' দিতে চাইলেন অখিলেশ এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। কারণ, মাত্র দু'দিন আগেই সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম গত বিধানসভা ভোটে পর্যুদস্ত হওয়ার জন্য জোটকেই দায়ী করেছিলেন। আর অখিলেশের কাকা শিবপাল যাদব ডাক দিয়েছেন মুলায়মকে মাথায় রেখে মোর্চা গঠনের। সেই প্রক্ষিতে আগাম জোটের বার্তা দিয়ে নিজের অবস্থানেই অনড় থাকতে চাইলেন অখিলেশ সিং যাদব। উল্লেখ্য, ২০১৭ সালে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে কং-সপা জোট ৪০৩টি আসনের মধ্যে মাত্র ৫৪টি আসন জিতেছিল। (আরও পড়ুন- আত্মহত্যার হুমকি দিয়ে মোদী-যোগীকে চিঠি উত্তরপ্রদেশের আখ চাষিদের)