জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আদানি গ্রুপ কোম্পানি সফলভাবে সমাপ্ত ২০,০০০ কোটি টাকার ফলো-অন পাবলিক অফার প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। এর পরে আদানি এন্টারপ্রাইজের শেয়ার বৃহস্পতিবারের বাজারে ১০ শতাংশ হ্রাস পেয়েছে। রোলোজ গিয়েছে অন্যান্য গ্রুপ স্টকগুলি প্রচণ্ড বিক্রির চাপের সাক্ষী হয়েছিল। সিটিগ্রুপ ইনকর্পোরেটেড সম্পদ উইং আদানি গ্রুপের মার্জিন লোনের জামানত হিসাবে সিকিউরিটিগুলি গ্রহণ করা বন্ধ করে দিয়েছে। এরপরেই চাপ বাড়ে শেয়ারের উপরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আদানি এন্টারপ্রাইজ তার নিম্ন সার্কিট সীমা ১,৯১৫.৮৫ টাকায় পৌঁছেছে। আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গৌতম আদানি বৃহস্পতিবার বলেছেন যে আদানি এন্টারপ্রাইজের FPO প্রত্যাহার করার সিদ্ধান্ত হয়তো অনেককে অবাক করেছে, কিন্তু কোম্পানির বোর্ড মনে করেছে যে বাজেটের দিন বাজারে অস্থিরতার কারণে এই সমস্যাটি নিয়ে এগিয়ে যাওয়া নৈতিকভাবে সঠিক নয়।


একটি ইউটিউব ভিডিয়োতে, আদানি বলেছেন যে সিদ্ধান্তটি আদানি গ্রুপের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যতের পরিকল্পনার উপর কোনও প্রভাব ফেলবে না। তিনি বলেন, তার গ্রুপ কোম্পানিগুলো সময়মতো প্রকল্পের বাস্তবায়ন এবং ডেলিভারির দিকে মনোনিবেশ করবে।


আরও পড়ুন: Union Budget 2023: কার্বন নিঃসরণ কমালে চাকরির সুযোগ বাড়বে সাধারণ মানুষের! বাজেটে কী বললেন অর্থমন্ত্রী?


আদানি ট্রান্সমিশন ১০ শতাংশ কমে ১,৫৫৭.২৫ টাকায় নেমে এসেছে। আদানি গ্রীন ১০ শতাংশ কমে ১,০৩৮.০৫ টাকায় এসেছে। আদানি টোটাল গ্যাস ১০ শতাংশ কমে হয়েছে ১,৭১১.৫০ টাকা। আদানি পোর্টস ৯.৪৮ শতাংশ কমে ৪৪৫.৫০ টাকায় দাঁড়িয়েছে। আদানি পাওয়ার পাঁচ শতাংশ কমে হয়েছে ২০২.১৫ টাকা। আদানি উইলমার পাঁচ শতাংশ কমে ৪২১.৪৫ টাকা হয়েছে।


জানা গিয়েছে যে সিটিগ্রুপ মার্জিন লোনের জামানত হিসাবে গৌতম আদানির গ্রুপ অফ ফার্মগুলির সিকিউরিটিগুলি গ্রহণ করা বন্ধ করেছে। আরও জানা গিয়েছে যে, আদানির বিপর্যস্ত সাম্রাজ্য আরও সংকটে নিমজ্জিত হওয়ার পরেই ক্রেডিট সুইস গ্রুপ এজি-তেও সিটি ব্যাংকের মতোই পরিবর্তন করার পদক্ষেপ নেওয়া হয়।


আরও পড়ুন: Siddique Kappan: দু'বছর পর মুক্তি, জামিনে ছাড়া পাচ্ছেন সাংবাদিক সিদ্দিক কাপ্পান


সম্প্রতি হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টে, অ্যাকাউন্টিং জালিয়াতি, স্টক ম্যানিপুলেশন এবং মানি লন্ডারিং সহ আদানি গ্রুপের বিরুদ্ধে অনেক অভিযোগ করা হয়েছে। আদানি গোষ্ঠী সমস্ত অভিযোগ অস্বীকার করলেও, গ্রুপ স্টকগুলির অবস্থা খারাপ হওয়া অব্যাহত রয়েছে। ফোর্বসের তথ্য অনুসারে, বাজেটের দিনেই আদানির ব্যক্তিগত সম্পদ ১৫.৭৪ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ১২ হাজার কোটি টাকা কমেছে।


 



অন্যদিকে জানুয়ারি মাসের ৩০ তারিখে কেআরকে একটি ট্যুইট করেছেন। সেই ট্যুইটে বেশ কয়েকজনের ছবি রয়েছে। যাদের ছবি রয়েছে তাঁদের সকলের বিরুদ্ধেই ব্যবসায় নয়ছয়করে দেশ ছেড়ে পালানোর অভিযোগ রয়েছে। ছবিতে নীরব মোদী, মেহুল চোকসি, ললিত মোদী, বিজয় মাল্যর ছবি দেখা গিএছে। শেষে একটি ছবি রয়েছে যেখানে একটই অবয়ব দেখা গিয়েছে এবং কারোর নাম লেখা নেই। ট্যুইটের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আপনি কি মনে করেন, শীঘ্রই তাদের সঙ্গে কে যোগ দেবেন?’   


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)