ওয়েব ডেস্ক:  জলপথে বিশ্ব পরিক্রমায় বেরিয়ে পড়ল ভারতীয় নৌবাহিনীর ‘অল ওম্যান’ নেভি টিম। রবিবার গোয়ার পঞ্জিম থেকে নৌবাহিনীর ৬ মহিলা অফিসার বেরি্যে পড়লেন INSV তারিণীতে চড়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারতীয় নৌসেনার ওই সাহসী অভি‌যানের আনুষ্ঠানিক সূচনা করলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন। আগামী ১৬৫ দিনে তাঁরা বিশ্ব পরিক্রমা করবেন জলপথে।



এদিন বিশ্ব পরিক্রমায় অভি‌যানের সূচনা অনুষ্ঠানে সীতারামন বলেন, এই ধরনের অভি‌যান পাঁচ বছর বা দশ বছর অন্তর হয় না। এটা একটা ঐতিহাসিক দিন। দুনিয়ার নৌসেনার ইতিহাসেও এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে। সাধারণ মানুষ সচারচর ‌যা ভাবতে পারে না সেই ধরনের কাজ এখন আমাদের মেয়েরা করতে শুরু করেছে।



প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নৌসেনার মহিলা অফিসারদের ওই অভি‌যানে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী তাঁর বার্তার জানিয়েছেন, এটি একটি বিশেষ দিন। নৌসেনার ৬ মহিলা অফিসার বিশ্ব পরিক্রমায় বেরোচ্ছেন। গোটা দেশের শুভেচ্ছা ওঁদের জন্য থাকছে।


আরও পড়ুন-বাতিল নোট গুনতে কোনও যন্ত্রের সাহায্য নেওয়া হয়নি : রিজার্ভ ব্যাঙ্ক