নিজস্ব প্রতিবেদন: এবার সপা নেতা অমর সিংও কি দৌড় লাগালেন গেরুয়া শিবিরের দিকে? জল্পনা আগে থেকেই ছিল, রবিবার তা উসকে দিলেন অমর নিজেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দলে অমরের অবস্থা বেশকিছুদিন ধরেই নড়বড়ে। সপার রাশ অখিলেশের হাতে এসে ‌যাওয়ার পর অমরের গুরুত্ব কমে ‌যায়। পাশাপাশি দলের বরিষ্ঠ নেতাদের সঙ্গেও তার সম্পর্ক খারাপ হয়ে ‌যায়। একমাত্র মুলায়ম ছাড়া আর কেইই তাঁর সঙ্গে ছিলেন না বলা ‌যায়।


রবিবার লখনউয়ে প্রধানমন্ত্রী উত্তর প্রদেশে ৬০ হাজার কোটি টাকার ৮১টি প্রকল্পের উদ্বোধন করেন। সেখানে তিনি তাঁর বক্তব্যের মধ্যে অমর সিংয়ের নাম নেন। বড় খবর হল এদিন অতিথিদের আসনে বসেছিলেন খোদ অমর সিং।


শিল্পপতিদের সঙ্গে রাজনীতিবিদদের সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী স্পষ্ট করে দেন ব্যবসায়ীদের সঙ্গে ওঠাবসা করতে তিনি ভয় পান না। তাদের সঙ্গে ছবি তুলতেও তিনি কুন্ঠা বোধ করেন না। প্রধানমন্ত্রী বলেন, ‌‘যারা প্রকাশ্যে ব্যবসায়ীদের সঙ্গে মেশেন না তারা হয়তো আড়ালে সবকিছু করেন। এরা সব সময় আতঙ্কে থাকেন।’


আরও পড়ুন-গর্ভবতী ছাগলকে ধর্ষণ! নারকীয় অত্যাচারে মৃত্যুর কোলে ঢলে পড়ল পোষ্য


বক্তব্যের মধ্যেই প্রধানমন্ত্রী শিল্পপতিদের সঙ্গে ব্যবসায়ীদের সম্পর্ক নিয়ে বলেন, ‘সপার প্রাক্তন সাংসদ দর্শদের মধ্যে বসে রয়েছেন। উনি সবকিছু ভালো বলতে পারবেন।’ প্রধানমন্ত্রীর ওই মন্তব্য অনেকে মুচকি হেসে ওঠেন। এদিন সভা শেষ হতেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ‌যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেন অমর সিং। এতে রাজনৈতিক মহলে অমরের বিজেপিতে ‌যোগ দেওয়ার গু্ঞ্জন আরও জোরাল হয়েছে।


প্রধানমন্ত্রী আরও বলেন, ব্যবসায়ী ও শিল্পপতিদের কি আমরা অপমান করব? সবসময় তাদের চোর, লুটেরা বলে দেগে দেব? এটা কী ধরনের ব্যাপার? ‌যারা অন্যায় করবে তারা দেশের বাইরে থাকবে নয়তো জেলের অন্ধকারে কাটাবে। আগে এসব হতো না কারণ সবকিছু হতো পর্দার আড়ালে।


আরও পড়ুন-‘আচ্ছে দিন শেষ! মোদীর মুখে আর কোনও স্লোগান থাকবে না’


উল্লেখ্য, বেশকিছুদিন ধরেই অমর সিংয়ের বিজেপিতে ‌যোগ দেওয়ার একটা জল্পনা ঘুরপাক খাচ্ছিল। গত সোমবারও অমর সিং অদিত্যনাথের সঙ্গে দেখা করেন। রবিবার ফের দেখা করলেন। আদিত্যনাথের সঙ্গে অমর সিংয়ের কী কথা হয়েছে তা এখনও স্পষ্ট নয়।


সম্প্রতি অমর সিং প্রকাশ্যে মন্তব্য করেন, বিজেপিতে ‌যোগ দেওয়ার ব্যাপারে তাঁর কোনও ছুঁৎমার্গ নেই। তবে তিনি জানিয়ে দেন গেরুয়া শিবির থেকে সেখানে ‌যোগ দেওয়ার ব্যাপারে কোনও আমন্ত্রণ আসেনি। অমর সিং বলেন, ‘বিজেপি খুব বড় রাজনৈতিক দল। বিজেপিতে ‌যোগ দেব না এমন কথা বলছি না। কিন্তু কে আমাকে সেই সু‌যোগ দেবে! বিজেপিতে ‌যোগ দেওয়ার ব্যাপারে কোনও অনুরোধও অবশ্য করিনি।’