জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: সত্য়ি নয়, গুজব! 'বাবা সম্পূর্ণ সুস্থ। আমরা সবেমাত্র কেমব্রিজে পরিবারের সঙ্গে দারুণ একটা সপ্তাহ কাটালাম', এক্স হ্যান্ডেলে পোস্ট দিলেন অমর্ত্য কন্যা নন্দনা সেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Jagannath Temple: চালু হচ্ছে পোশাকবিধি, জগন্নাথ মন্দিরে আর এসব পরে ঢোকা যাবে না


বয়স আশি পেরিয়ে গিয়েছে। প্রয়াত অমর্ত্য সেন! মঙ্গল-সন্ধ্যায় হঠাৎ-ই ছড়িয়ে পড়ে 'খবর'। কীভাবে? এবছর অর্থনীতিতে নোবেল পেয়েছেন  ক্লডিয়া গোল্ডিন। তাঁর ‘এক্স’ হ্যান্ডল থেকে বলা হয়, ‘মর্মান্তিক খবর! আমার প্রিয়তম অধ্যাপক অমর্ত্য সেন কয়েক মিনিট আগে প্রয়াত হয়েছেন। ভাষা নেই'!


এক্স হ্যান্ডেলে অমর্ত্য সেনের মেয়ে নন্দিনী লিখেছেন, 'এটা ভুয়ো খবর। বাবা সম্পূর্ণ সুস্থ। আমরা সবেমাত্র কেমব্রিজে পরিবারের সঙ্গে দারুণ একটা সপ্তাহ কাটালাম। গতকাল রাতে যখন বিদায় জানালাম, তখন বেশ জোরেই আলিঙ্গন করল। হাভার্ডের সপ্তাহে ২ টো কোর্স পড়াচ্ছেন, বই লিখছেন। বরাবরের মতোই ব্যস্ত'!


 


 




এদিকে শান্তিনিকেতনে জমি বিতর্কে আপাতত স্বস্তিতে অর্মত্য সেন। জমি হস্তান্তর নিয়ে বিশ্বভারতীর নির্দেশে স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ, 'নিম্ন আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদক্ষেপ করতে পারবে না বিশ্বভারতী কর্তৃপক্ষ'। 


আরও পড়ুন:  Iron Dome | India: আয়রন ডোমে বাঁচল ইজরায়েল, ভারতের হাতে কী?



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)